হোম > সারা দেশ > ময়মনসিংহ

ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যায় মাহেন্দ্র, জানে না রেলওয়ে পুলিশ

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাহেন্দ্র দুমড়েমুচড়ে যায়। আজ সোমবার সকাল পৌনে ৯টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার বিদ্যাগঞ্জের বারকাহনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনা সম্পর্কে ময়মনসিংহ-জামালপুর রেলওয়ে পুলিশের জানা নেই। 

জানা যায়, সদর উপজেলার বিদ্যাগঞ্জের বারকাহনিয়া এলাকায় মাহেন্দ্র রেললাইন পার হচ্ছিল। এ সময় দুর থেকে ট্রেন আসতে দেখে মাহেন্দ্রের চালক ও হেলপার ট্রাক্টর রেললাইনের ওপরে রেখে লাফ দিয়ে পালিয়ে যায়। পরে ট্রেনের ধাক্কায় মাহেন্দ্র দুমড়েমুচড়ে যায়। এতে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ওই স্থানে ১০ থেকে ১৫ মিনিট দাঁড়িয়ে ছিল। পরে স্থানীয়দের সহায়তায় ট্রেনের চালক দুমড়েমুচড়ে যাওয়া মাহেন্দ্র সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করে। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার এসআই সুরঞ্জন তালুকদার বলেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছুটিতে আছেন। তাই আমি দায়িত্বে আছি। শুনেছি বিদ্যাগঞ্জে ছোট একটি দুর্ঘটনা ঘটেছে। তবে বিদ্যাগঞ্জ জামালপুর রেলওয়ের অন্তর্ভুক্ত। 

জামালপুর রেলওয়ে পুলিশের এসআই মো. মিলন বলেন, ওই দুর্ঘটনার বিষয়টি আমাদের জানা নেই। শুনেছি দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি বিদ্যাগঞ্জে একটি দুর্ঘটনার কবলে পড়েছিল। এ ঘটনায় ট্রেন পাঁচ মিনিট দাঁড়ানো ছিল বলেও বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি।

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার