হোম > সারা দেশ > ময়মনসিংহ

হালুয়াঘাটে ৩০ লাখ টাকার ভারতীয় জিরা ও সাবান জব্দ

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

জব্দ করা ভারতীয় জিরা। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের হালুয়াঘাটের গারো পাহাড় দিয়ে চোরাই পথে আনা ১৫৪ কেজি ভারতীয় জিরা ও ২ হাজার ১০০টি ভারতীয় সাবান জব্দ করা হয়েছে।

গতকাল রোববার রাত ১১টায় উপজেলার পশ্চিম কালিয়ানিকান্দা এলাকায় ট্রান্সফোর্স অভিযান চালিয়ে এসব জব্দ করে উপজেলা প্রশাসন ও হালুয়াঘাট থানা-পুলিশ।

উপজেলা প্রশাসন ও থানা সূত্রে জানা গেছে, গতকাল রোববার মধ্যরাতে খবর আসে ভারত থেকে অবৈধভাবে হালুয়াঘাট গোবড়াকুড়া সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ জিরা ও সাবান এনে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম কালিয়ানিকান্দা এলাকায় ব্যবসার উদ্দেশ্যে মজুত করে রাখা হয়েছে। এ খবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ওই এলাকায় ট্রান্সফোর্স অভিযান চালায়। অভিযানের খবরে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে সটকে পড়েন। পরে মেঘরাজের বাড়িতে ৩০ কেজি করে ১৫৪ বস্তা ভারতীয় জিরা ও ৩টি বস্তায় প্রায় ২ হাজার ১০০টি ভারতীয় সাবানের জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।

আজ সোমবার সকালে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, খবর পেয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনটি বস্তায় ২ হাজার ১০০টি ভারতীয় সাবানের জব্দ করা হয়। ১৫৪ বস্তা জিরার মধ্যে কয়েকটা বস্তা উন্মুক্ত অবস্থায় থাকায় কত কেজি জিরা রয়েছে পরিমাপ করা সম্ভব হয়নি। তবে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলীনূর খানে আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযানের সময় চোরাকারবারিরা সটকে পড়ে। তবে যার বাড়িতে পাওয়া গেছে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

বদলি নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ শিক্ষকনেতার

ঘুষ নেওয়ার ভিডিও ফাঁস, উপসহকারী প্রকৌশলীকে বদলি

জামালপুর-২: বিএনপির দলীয় প্রার্থীর পাশে নেই মনোনয়নবঞ্চিতরা

ময়মনসিংহের ১১ আসন: বিএনপির দ্বন্দ্বে সুবিধায় জামায়াত

বাকৃবিতে শুরু দুই দিনব্যাপী বিএসপিএসটির জাতীয় সম্মেলন

উন্নয়ন প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান

বন্ধুকে খুন করে রক্তমাখা কুড়াল হাতে থানায় হাজির যুবক

বাকৃবিতে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

পুলিশ বক্সের সামনে যুবদল কর্মীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

শেরপুরে টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ, ডিলার আটক