হোম > সারা দেশ > ময়মনসিংহ

নেত্রকোনায় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় তিন ব্যবসায়ীকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ শনিবার বেলা ১১টার দিকে জেলা শহরের সুপার মার্কেট এলাকায় পেঁয়াজের বাজার তদারকির সময় এই জরিমানা করা হয়। 

জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ওসমান গনী এই অভিযান পরিচালনা করেন। এ সময় জেলা পুলিশের কয়েকজন সদস্য তাঁর সঙ্গে ছিলেন। 

জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ওসমান গনী এসব তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। তিনি বলেন, জেলাজুড়ে এই অভিযান অব্যাহত থাকবে। 

ভোক্তা-অধিকার কার্যালয় থেকে জানা গেছে, বাজার তদারকির সময় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি, মূল্যতালিকা সঠিকভাবে সংরক্ষণ না করা এবং পণ্য কেনার যথাযথ রসিদ সংরক্ষণ না করায় তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এতে মেসার্স গফুর ট্রেডার্স নামের এক প্রতিষ্ঠানকে চার হাজার, মুসলিম ট্রেডার্সকে চার হাজার ও মনি এন্টারপ্রাইজকে পাঁচ হাজারসহ মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে তাদের সতর্ক করা হয়।

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত