পাঁচ দিনের রিমান্ড চেয়ে ময়মনসিংহে গ্রেপ্তার হওয়া জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোজাম্মেল হকসহ ১৯ নেতা-কর্মীকে আদালতে পাঠিয়েছে পুলিশ। আজ রোববার দুপুরে কোতোয়ালি মডেল থানা থেকে তাঁদের আদালতে পাঠানো হয়।
আসামিরা হলেন জামায়াতের সাধারণ সম্পাদক মোজাম্মেল, ওসমান গনি, আজিজুর রহমান, ফেরদৌস আলম, আল আমিন, দেলোয়ার হোসেন কুদ্দুস, তাজুল ইসলাম, মো. আসাদুজ্জামান, শাহিন খান, মাহমুদুল হাসান শাহিন, মাহাবুবুল হাকিম, মেহেদী হাসান, সারোয়ার হোসেন, আলমগীর হোসেন, মো. নাফিজ, আবু হানিফ, ফজলুল করিম ফারুকী, শেখ আহমেদ আফিফা ও নুরুল হক।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ।
উল্লেখ্য, এর আগে গতকাল শনিবার সকালে জামায়াতের নেতা-কর্মীরা মিছিল বের করেন। মিছিলে পুলিশের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়। সেখান থেকে তাঁরা চরপাড়া এলাকার সালতানাত রেস্টুরেন্টে গিয়ে সরকারবিরোধী পরিকল্পনা করতে গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ১৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। পরে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। ওই মামলায় পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।