হোম > সারা দেশ > ময়মনসিংহ

জামায়াতের ১৯ নেতা-কর্মী আদালতে, পাঁচ দিনের রিমান্ডের আবেদন 

ময়মনসিংহ প্রতিনিধি

পাঁচ দিনের রিমান্ড চেয়ে ময়মনসিংহে গ্রেপ্তার হওয়া জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোজাম্মেল হকসহ ১৯ নেতা-কর্মীকে আদালতে পাঠিয়েছে পুলিশ। আজ রোববার দুপুরে কোতোয়ালি মডেল থানা থেকে তাঁদের আদালতে পাঠানো হয়। 

আসামিরা হলেন জামায়াতের সাধারণ সম্পাদক মোজাম্মেল, ওসমান গনি, আজিজুর রহমান, ফেরদৌস আলম, আল আমিন, দেলোয়ার হোসেন কুদ্দুস, তাজুল ইসলাম, মো. আসাদুজ্জামান, শাহিন খান, মাহমুদুল হাসান শাহিন, মাহাবুবুল হাকিম, মেহেদী হাসান, সারোয়ার হোসেন, আলমগীর হোসেন, মো. নাফিজ, আবু হানিফ, ফজলুল করিম ফারুকী, শেখ আহমেদ আফিফা ও নুরুল হক। 

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ। 

উল্লেখ্য, এর আগে গতকাল শনিবার সকালে জামায়াতের নেতা-কর্মীরা মিছিল বের করেন। মিছিলে পুলিশের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়। সেখান থেকে তাঁরা চরপাড়া এলাকার সালতানাত রেস্টুরেন্টে গিয়ে সরকারবিরোধী পরিকল্পনা করতে গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ১৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। পরে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। ওই মামলায় পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। 

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত