হোম > সারা দেশ > নেত্রকোণা

রাতে ফোন পেয়ে ঘরের বাইরে যান, সকালে মিলল গলাকাটা লাশ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে লাশ উদ্ধারের ঘর ঘিরে স্থানীয় বাসিন্দাদের ভিড়। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার মোহনগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ঘর থেকে এক অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে উপজেলার আদর্শনগর এলাকায় লাশটি পাওয়া যায়। পুলিশ বলছে, হত্যার পর দুর্বৃত্তরা লাশটি এখানে ফেলে যায়।

নিহত মো. ইদু মিয়া (২০) হাটনাইয়া কামারগাঁও গ্রামের মৃত আনজুবালি মিয়ার ছেলে। তিনি নানার বাড়ি আদর্শনগর শিবির এলাকায় বসবাস করতেন।

ইদুর পরিবারের বরাত দিয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, গতকাল সোমবার রাতে ইদু তাঁর ছোট ভাই ইয়াসিনের সঙ্গে ঘুমাতে যান। রাতে একপর্যায়ে ইদুর মোবাইল ফোনে কল আসে। ফোনে কেউ তাঁকে টাকা নিয়ে বাইরে যেতে বলেন। পরে তিনি ঘর থেকে বের হয়ে যান; আর ফিরে আসেননি। আজ সকালে খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় বাসিন্দারা শিবির এলাকার প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষে ইদুর গলাকাটা লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ওসি বলেন, নিহত ব্যক্তির গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা জানতে তদন্ত চলছে।

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার