হোম > সারা দেশ > ময়মনসিংহ

নালিতাবাড়ীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার কাওয়াকুড়ি গ্রামে পুকুর থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।  

মৃতরা হলো—ওই গ্রামের ভ্যানচালক আব্দুল হাইয়ের মেয়ে আছিয়া (৬) ও একই গ্রামের ইটভাটা শ্রমিক আবু হানিফার ছেলে সারোয়ার হোসেন (৯)। 

মৃত শিশুদের পরিবার সূত্রে জানা গেছে, কাওয়াকুড়ি গ্রামের আবু হানিফা সপরিবারে নরসিংদীতে ইটের ভাটায় শ্রমিকের কাজ করেন। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন তাঁরা। গতকাল বিকেলে খেলতে গিয়ে পরিবারের সদস্যদের অজান্তে পাশের পুকুরের পানিতে ডুবে যায় ওই দুই শিশু। 

সন্ধ্যা হলেও তাঁরা বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খুঁজতে থাকেন। একপর্যায়ে পাশের রফিকুলের পুকুর পাড়ে এক শিশুর গায়ের গেঞ্জি পড়ে থাকতে দেখে। পরে পুকুরের পানিতে নেমে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া বলেন, পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে দুই শিশুর মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী