হোম > সারা দেশ > ময়মনসিংহ

প্রবাসীর ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, আ.লীগ কর্মীকে ৭ দিন রিমান্ডের আবেদন

ময়মনসিংহ প্রতিনিধি

প্রতীকী ছবি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মো. সুমন মিয়া (৪২) নামের এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুবাইপ্রবাসীর ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তাঁকে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতের মাধ্যমে পুলিশ কারাগারে পাঠিয়েছে।

আজ মঙ্গলবার (১৩ মে) বেলা ৩টায় ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল সোমবার প্রতারণা মামলায় আসামি সুমন মিয়াকে গ্রেপ্তার করা হয়। আজ ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

ওসি ওবায়দুর রহমান বলেন, উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমুড়িয়ারা চর গ্রামের বাসিন্দা রেজাউল করিম দিলীপের ছেলে সুবজ মিয়া দুবাইপ্রবাসী। তাঁর কাছ থেকে প্রতারণার মাধ্যমে নগদ ও বিকাশে ২৫ লাখ টাকা হাতিয়ে নেয় আসামি সুমন ও তাঁর পরিবার।

এ ঘটনায় ভুক্তভোগী সবুজের বাবা রেজাউল করিম দিলীপ বাদী হয়ে গতকাল চারজনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা করেন। ওই মামলায় আসামি সুমন মিয়াকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আগামী ১৫ মে আদালত আসামির রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন বলে নিশ্চিত করেন ওসি।

এর আগে বাদী প্রতারণার অভিযোগে গত ৪ এপ্রিল ময়মনসিংহ পুলিশ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আবু বকর সিদ্দিকের কাছে একটি লিখিত আবেদন করেন। এরপর জেলা পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম বাদীর অভিযোগ তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলে ঈশ্বরগঞ্জ থানা–পুলিশ অভিযোগটি মামলা হিসেবে রজু করে। প্রসঙ্গত, আসামি সুমন মিয়া উপজেলার মাইজবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় কর্মী। গত ৫ আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি পলাতক ছিলেন বলে জানিয়েছে থানা–পুলিশ।

বাবার জানাজায় এসে ছেলের মৃত্যু, একসঙ্গে দাফন

তর্কে জড়ানো চিকিৎসককে বরখাস্তের নির্দেশ ডিজির

বদলি নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ শিক্ষকনেতার

ঘুষ নেওয়ার ভিডিও ফাঁস, উপসহকারী প্রকৌশলীকে বদলি

জামালপুর-২: বিএনপির দলীয় প্রার্থীর পাশে নেই মনোনয়নবঞ্চিতরা

ময়মনসিংহের ১১ আসন: বিএনপির দ্বন্দ্বে সুবিধায় জামায়াত

বাকৃবিতে শুরু দুই দিনব্যাপী বিএসপিএসটির জাতীয় সম্মেলন

উন্নয়ন প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান

বন্ধুকে খুন করে রক্তমাখা কুড়াল হাতে থানায় হাজির যুবক

বাকৃবিতে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা