হোম > সারা দেশ > ময়মনসিংহ

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

আমিনুল ইসলাম শাহান। ছবি: সংগৃহীত

দীর্ঘ আট মাস কারাভোগের থেকে মুক্তি পেয়েছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান। গতকাল শুক্রবার ময়মনসিংহ জেলা কারাগার থেকে তিনি জামিনে মুক্ত হন।

এদিকে আজ শনিবার বেলা ৩টায় নিজের আইডিতে ৫০ সেকেন্ডের এক ভিডিও বার্তায় তিনি দলীয় নেতা-কর্মীদের সুসংগঠিত হতে নির্দেশনা দেন। মুহূর্তের মধ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে করে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বিকেল ৫টা পর্যন্ত ভিডিওতে ৩৯৪টি মন্তব্য, ৮৪টি শেয়ার ও ১৪ হাজার ভিউ হয়।

এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘তাদের দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তারপরও কর্মীদের কার্যক্রম চালানোর জন্য এবং সংগঠনের কাজ চালিয়ে যাওয়ার আহ্বান বেআইনি এবং রাষ্ট্রদ্রোহিতার শামিল। প্রশাসনকে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করেছি।’

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘দীর্ঘদিন কারাভোগ করে পর্দার আড়ালে থেকে ভিডিও বার্তা সে দিতেই পারে। তবে প্রকাশ্যে অরাজকতা সৃষ্টি করলে পদক্ষেপ নেওয়া হবে।’

উল্লেখ্য, গত বছরের ১৯ নভেম্বর সন্ত্রাসবিরোধীর আইনে যৌথ বাহিনীর হাতে নিজের বাসা থেকে আমিনুল ইসলাম শাহান গ্রেপ্তার হন। সে থেকেই ময়মনসিংহ জেলা কারাগারে ছিলেন।

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস