হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে ট্রাকচাপায় পুলিশ কর্মকর্তা নিহত

ময়মনসিংহ প্রতিনিধি

পুলিশ কর্মকর্তা রুস্তম আলী। ছবি: সংগৃহীত

ডিউটি শেষে থানায় ফেরার পথে ময়মনসিংহের মুক্তাগাছা থানার পুলিশ কর্মকর্তা রুস্তম আলী (৪২) ট্রাকচাপায় মারা গেছেন। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে মুক্তাগাছার সত্রাসিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। রুস্তম আলী পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ছিলেন।

তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালীকচ্চ গ্রামের রমজান আলী ছেলে। তার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, শনিবার বিকেলে উপজেলার কুমারগাতা ইউনিয়নের মনতলা এলাকা থেকে নির্ধারিত কর্তব্য (ওয়ারেন্ট তামিল) পালন শেষে মোটরসাইকেল নিয়ে থানায় ফিরছিলেন এএসআই রুস্তম আলী। পথে সত্রাসিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পানির ড্রামভর্তি ট্রাক সামনে থেকে মোটরসাইকেরটিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, রুস্তম আলী গত বছরের ১৬ মার্চ মুক্তাগাছায় যোগদান করেন। লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

বদলি নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ শিক্ষকনেতার

ঘুষ নেওয়ার ভিডিও ফাঁস, উপসহকারী প্রকৌশলীকে বদলি

জামালপুর-২: বিএনপির দলীয় প্রার্থীর পাশে নেই মনোনয়নবঞ্চিতরা

ময়মনসিংহের ১১ আসন: বিএনপির দ্বন্দ্বে সুবিধায় জামায়াত

বাকৃবিতে শুরু দুই দিনব্যাপী বিএসপিএসটির জাতীয় সম্মেলন

উন্নয়ন প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান

বন্ধুকে খুন করে রক্তমাখা কুড়াল হাতে থানায় হাজির যুবক

বাকৃবিতে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

পুলিশ বক্সের সামনে যুবদল কর্মীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

শেরপুরে টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ, ডিলার আটক