হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভালুকায় সুতার গুদামে অগ্নিকাণ্ড

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ভালুকায় সুতার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার জামিরদিয়া এলাকায় অবস্থিত এন আর গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আরিফ কম্পোজিট লিমিটেডের গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এলাকায় অবস্থিত এন আর গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আরিফ কম্পোজিট লিমিটেড। প্রতিষ্ঠানটির নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় সুতার গুদাম। বিকেল তিনটার দিকে আকস্মিকভাবে গুদামে আগুন লেগে চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরে ময়মনসিংহ, ত্রিশাল, গফরগাঁও ও শ্রীপুর থেকে আরও ৫টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে দুটি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাই। আগুনের ভয়াবহতা দ্রুত বেড়ে যাওয়ায় ময়মনসিংহ, ত্রিশাল, শ্রীপুর, গফরগাঁও থেকে ফায়ার সার্ভিসের আরও ৫টি ইউনিটসহ মোট ৭টি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত