হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে ১১ প্রতিষ্ঠানের সবাই ফেল, অসন্তুষ্ট বোর্ড চেয়ারম্যান

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫৮ দশমিক ২২ শতাংশ। যা গত বছর ছিল ৮৫ শতাংশ। এবার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল করেছে। এমন ফলাফলে অসন্তুষ্টির কথা জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান।

আজ বৃহস্পতিবার সারা দেশের মতো ময়মনসিংহ শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। বেলা ২টায় শিক্ষা বোর্ডের কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ।

তিনি বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী ১ লাখ ৫ হাজার ৫৫৮ জন শিক্ষার্থীদের মধ্যে পাস করেছে ৬১ হাজার ৪৫৬ জন। পাসের হার ৫৮ দশমিক ২২ শতাংশ। এর মধ্যে ছাত্র ২৯ হাজার ৬১২ জন, ছাত্রী ৩১ হাজার ৮৪৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৬৭৮ জন শিক্ষার্থী। ছেলেদের তুলনায় মেয়েরা পাসের হার ও জিপিএ-৫-এর দিকে এগিয়ে রয়েছে।

বোর্ডের চেয়ারম্যান বলেন, শিক্ষার্থীরা মনোযোগ সহকারে পড়াশোনা না করার কারণে ফলাফল খারাপ হয়েছে। ৩ হাজার ৩২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করলেও ১১টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও কথা জানান বোর্ড চেয়ারম্যান।

এদিকে যেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে, তারা আনন্দ-উল্লাসে মেতে ওঠে। ফলাফল ঘোষণার পর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উল্লাস মেতে ওঠে। বরাবরের মতো এবারও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি সাফল্যের ধারা ধরে রেখেছে।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নাছিমা আক্তার বলেন, ‘পরীক্ষায় ৩১৮ জনের মধ্যে ৩১৭ জন অংশগ্রহণ করে। এর মধ্যে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৫৩ জন শিক্ষার্থী। এমন ফলাফলে আমরা খুবই উল্লসিত। শিক্ষার্থীরা পরিবর্তী জীবনে সাফল্য ধরে রাখবে সেই প্রত্যাশা রাখছি।

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস