জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও বয়ড়া ইসরাইল আহাম্মেদ উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা একেএম মোজাম্মেল হক তরফদার (তারা মাস্টার) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
একেএম মোজাম্মেল হক তরফদার বার্ধক্যজনিত নানা জটিল সমস্যায় ভুগছিলেন। বেশ কিছুদিন ধরেই তিনি ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আজ শুক্রবার সকাল ১০টায় রাষ্ট্রীয় মর্যাদায় পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দপটল গ্রামের নিজ বাড়ির পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা মারিসা, পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, আওয়ামী লীগ সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, ইউপি চেয়ারম্যান সামস্ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।