হোম > সারা দেশ > ময়মনসিংহ

বন্ধ ঘরে স্বামীর মরদেহ ঝুলছিল, স্ত্রীর পড়ে ছিল খাটের ওপর 

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের চুরখাই এলাকা থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বামীর মরদেহ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলে ছিল এবং স্ত্রীর মরদেহ খাটের ওপরে পড়েছিল বলে সুরতহাল করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সদর উপজেলার চুরখাই কান্দাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামী নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। 

মৃত দম্পতি হলেন—চুরখাই কান্দাপাড়া গ্রামের আহাম্মদ আলীর ছেলে মো. জুলহাস (২৬) ও তাঁর স্ত্রী মোছা. অঞ্জনা (২৪)। গৌরীপুর উপজেলার খোদাবক্সপুর গ্রামের মো. সুরুজ আলীর মেয়ে অঞ্জনা। 

পরিবারের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ‘প্রায় ৯ মাস আগে বিয়ে হয় জুলহাস ও অঞ্জনার। অঞ্জনা ৪ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁদের দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। গত রাতে তাঁরা খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। কিন্তু আজ সকালে ঘরের দরজা না খোলায় সন্দেহ হয় বাড়ির লোকজনের। পরে চালের টিন সরিয়ে দরজা খুলে দুজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায় তারা।’ 

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ওসি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রীকে শ্বাস রোধে হত্যার পর স্বামী নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে কেন বা কী কারণে তাঁরা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। বিস্তারিত তদন্ত শেষে জানানো হবে।’ 

মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জে পাশাপাশি খোঁড়া হয়েছে তিন কবর, এলাকায় শোক

মনোনয়ন ফিরে পেলেন কারাগারে থাকা স্বতন্ত্র প্রার্থী সারোয়ার

ভালুকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচলে বিঘ্ন