হোম > সারা দেশ > শেরপুর

 শেরপুরে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক–হাসপাতাল বন্ধ 

শেরপুর প্রতিনিধি

লাইসেন্স না থাকায় শেরপুরে ছয়টি ডায়াগনস্টিক সেন্টার ও চিকিৎসক না থাকায় দুইটি হাসপাতাল বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। আজ বৃহস্পতিবার অভিযান চালিয়ে এ প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয় জেলা সিভিল সার্জন অফিস। 

জানা যায়, আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে জেলা সিভিল সার্জনের নেতৃত্বে শহরের বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শহরের নারায়ণপুর ও বটতলা এলাকার লাইসেন্সবিহীন জনতা ডায়াগনস্টিক সেন্টার, হযরত শাহজালাল ডায়াগনস্টিক সেন্টার, সরকার ডায়াগনস্টিক সেন্টার, শ্যামল ডায়াগনস্টিক সেন্টার, মানবসেবা ডায়াগনস্টিক সেন্টার ও মারিয়া নার্সিং হোমের লাইসেন্স না থাকায় সেগুলো বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া হাসপাতালে নিয়মিত চিকিৎসক না থাকায় সততা হাসপাতাল ও নিরাপদ হাসপাতালকে বন্ধ করে দেওয়া হয়। 

এ ব্যাপারে সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য আজকের পত্রিকাকে বলেন, ‘যে ছয়টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে তারা লাইসেন্সের জন্য আবেদন করেছে। লাইসেন্স না পাওয়া পর্যন্ত সেগুলো বন্ধ থাকবে। এ ছাড়া দুটি হাসপাতালের লাইসেন্স থাকলেও সেখানে নিয়মিত চিকিৎসক না থাকায় সেগুলোও বন্ধ রাখা হয়েছে।’

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন