হোম > সারা দেশ > ময়মনসিংহ

ত্রিশালে হত্যাকারীদের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে যুবক নূর মোহাম্মদের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের ত্রিশালে যুবক নূর মোহাম্মদ (২২) হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ত্রিশাল-কানুরামপুর সড়কের বালিপাড়া ছোটপুল মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে প্রায় আধা ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ থাকায় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মানববন্ধনে বক্তব্য দেন খলিলুর রহমান, মাহাদী হাসান, সিরাজ মুন্সী, কাঞ্চন সরকার, আরিফ মাহমুদ, আবু তোরাব বাবলু, রুবেল মিয়া, সিরাজুল ইসলাম, আব্দুর রাজ্জাক, সোহাগ মিয়াসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, নূর মোহাম্মদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের পর প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও জড়িত ব্যক্তিদের সবাই এখনো গ্রেপ্তার হননি। প্রশাসনের উদাসীনতায় এলাকাবাসী ক্ষুব্ধ ও শঙ্কিত।

পরে ত্রিশাল থানার পুলিশের আশ্বাসে বিক্ষুব্ধ জনতা অবরোধ ও বিক্ষোভ সমাপ্ত করলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ পারভেজ বলেন, ‘নূর মোহাম্মদ হত্যাকাণ্ডে এজাহারভুক্ত তিন আসামির মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালত তাঁদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। অন্য একজনকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’

উল্লেখ্য, ২৫ জুন মাগরিবের নামাজের পর পশ্চিম বালিপাড়া গ্রামের কাওসার ও সাদেক নামের দুই ব্যক্তি নূর মোহাম্মদকে বাসা থেকে ডেকে নেন। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন সকালে এলাকার এক ডোবায় তাঁর লাশ পাওয়া যায়।

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২