হোম > সারা দেশ > ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে ট্রাকের চাপায় কিশোর নিহত

ঈশ্বরগঞ্জ ও নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাকের চাপায় অমিত হাসান মারুফ (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। আজ শনিবার বিকেলে ঈশ্বরগঞ্জ-নান্দাইল সীমান্তের গালাহার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত অমিত হাসান মারুফ ঈশ্বরগঞ্জ উপজেলার মগঢুলা ইউনিয়নের বাঘবেড় গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পি এস এম মোস্তাছিনুর রহমান। তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সমন্বয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আজ বিকেলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে অমিত মোটরসাইকেল চালিয়ে স্থানীয় মাইজবাগ বাজারের দিকে আসছিল। এ সময় গালাহার মোড়ে এলে কিশোরগঞ্জগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কিশোরের মৃত্যু হয়। 

নান্দাইল ফায়ার সার্ভিসের টিম লিডার মোহাম্মদ রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী মারুফ ঘটনাস্থলেই মারা গেছে। খবর পেয়ে সড়কের পাশ থেকে লাশ উদ্ধার করে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু