ময়মনসিংহের গফরগাঁওয়ে পুলিশের কাছ থেকে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে ছিনিয়ে নিয়েছে দলীয় কর্মীরা। ওই নেতা হলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নবী হোসেন। তিনি বিস্ফোরক ও মারামারি মামলার আসামি। এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক মদন চন্দ্র সিংহ ও কনস্টেবল সোহেল আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যায় উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের পালেরবাজার এলাকায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিস্ফোরক ও মারামারি মামলার আসামি স্বেচ্ছাসেবক দলের নেতা নবী হোসেনের বাড়ি পাঁচবাগ ইউনিয়নের নলচিড়া গ্রামে। পুলিশের উপপরিদর্শক মদন চন্দ্র সিংহ পালেরবাজার এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করেন। এ সময় নবী হোসেনের স্বজন ও দলীয় কর্মী-সমর্থকেরা খবর পেয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় উপপরিদর্শক মদন চন্দ্র সিংহ ও কনস্টেবল সোহেল আহত হন।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ বলেন, ‘বিস্ফোরক ও বিভিন্ন মামলার আসামি স্বেচ্ছাসেবক দলের নেতা নবী হোসেনকে তাঁর স্বজন ও দলীয় কর্মীরা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া হয়েছে। ছিনিয়ে নেওয়া আসামিকে ধরতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে। সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।’