হোম > সারা দেশ > ময়মনসিংহ

বকশীগঞ্জে স্বামীর কবর দেখে ফেরার পথে স্ত্রীর মৃত্যু

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে স্বামীর কবর দেখে ফেরার পথে এক নারীর (৬৫) মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে বাট্টাজোড় ইউনিয়নের মধ্য পলাশতলা গ্রামে একটি সেচপাম্পের সঙ্গে ওই নারীর কাপড় জড়িয়ে যায়। এ সময় পা পিছলে পড়ে মাথায় আঘাত পেয়ে তাঁর মৃত্যু হয়।

নিহত মনোয়ারা বেগম ওই এলাকার মৃত শাহজাহান আলীর স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, আজ সোমবার সকাল ৮টার দিকে মনোয়ারা বেগম তাঁর স্বামীর কবর দেখে বাড়ি ফিরছিলেন। পথে পলাশতলা গ্রামে একটি ডিজেলচালিত সেচপাম্পের সঙ্গে তাঁর পরনের কাপড় জড়িয়ে যায়। এতে পা পিছলে সেচ পাম্পের সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পান মনোয়ারা। সেখান থেকে তাঁকে স্থানীয়রা উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ খান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জে পাশাপাশি খোঁড়া হয়েছে তিন কবর, এলাকায় শোক