হোম > সারা দেশ > ময়মনসিংহ

বকশীগঞ্জে স্বামীর কবর দেখে ফেরার পথে স্ত্রীর মৃত্যু

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে স্বামীর কবর দেখে ফেরার পথে এক নারীর (৬৫) মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে বাট্টাজোড় ইউনিয়নের মধ্য পলাশতলা গ্রামে একটি সেচপাম্পের সঙ্গে ওই নারীর কাপড় জড়িয়ে যায়। এ সময় পা পিছলে পড়ে মাথায় আঘাত পেয়ে তাঁর মৃত্যু হয়।

নিহত মনোয়ারা বেগম ওই এলাকার মৃত শাহজাহান আলীর স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, আজ সোমবার সকাল ৮টার দিকে মনোয়ারা বেগম তাঁর স্বামীর কবর দেখে বাড়ি ফিরছিলেন। পথে পলাশতলা গ্রামে একটি ডিজেলচালিত সেচপাম্পের সঙ্গে তাঁর পরনের কাপড় জড়িয়ে যায়। এতে পা পিছলে সেচ পাম্পের সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পান মনোয়ারা। সেখান থেকে তাঁকে স্থানীয়রা উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ খান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার