হোম > সারা দেশ > ময়মনসিংহ

জাককানইবির অধ্যাপকের মৃত্যু, ৩ দিনের শোকের ঘোষণা

জাককানইবি প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) হিসাববিজ্ঞান ও তথ‍্যপদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সুব্রত কুমার দে মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানা গেছে, ড. সুব্রত কুমার দে ডায়াবেটিস, কিডনিসহ নানা জটিলতায় ভুগছিলেন। তিনি হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান ছাড়াও শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, একাধিকবার ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, অর্থ কমিটির সদস্য, একাডেমিক কাউন্সিলের সদস্যসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে যুক্ত ছিলেন। তিনি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগেরও প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান ছিলেন।

মরহুমের মরদেহে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর নিজ কর্মস্থল ব্যবসায় প্রশাসন অনুষদের ভবনের সামনে কিছু সময় রাখা হবে। পরে পারিবারিক সিদ্ধান্তে তাঁর শেষকৃত্য করা হবে।

অপরদিকে, তাঁর অন্তিমযাত্রার সম্মানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন দিনের শোক ঘোষণা করেছে। এ উপলক্ষে আগামী রোববার বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি শোকসভার আয়োজন করবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক ও উপাচার্যের একান্ত সচিব এস এম হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রফেসর ড. সুব্রত কুমার দে’র মৃত্যুতে উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তাঁর আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করছি।’ 

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ