হোম > সারা দেশ > ময়মনসিংহ

‘ভালো থেকো’ স্ট্যাটাস দিয়ে নিজ শরীরে আগুন, নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ময়মনসিংহে নিজ শরীরে আগুন ধরিয়ে ডা. অপর্ণা বসাক (২৭) নামে এক নারী চিকিৎসক আত্মহত্যা করেছেন। আজ মঙ্গলবার নগরীর পণ্ডিতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। 

এর আগে অপর্ণা বসাক তাঁর ফেসবুকে এক ব্যক্তির নাম উল্লেখ করে লিখেন, ‘ভালো থেকো, আমি আর পারছি না। হয়তো আমিও সবার মতো হেরে গেলাম। তোমাকে মুক্তি দিয়ে গেলাম।’ 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল সাড়ে ৯টার দিকে পরিবার থেকে ঘটনাটি আমাদের জানালে, আমরা গিয়ে রান্নাঘরের দরজা ভেঙে অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করি। এ ঘটনায় মৃতদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। তবে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। যাকে উদ্দেশ্য করে ফেসবুক পোস্ট দেওয়া হয়েছে, আমার তার খোঁজ করছি। বিস্তারিত জেনে পরে জানানো হবে।’ 

পুলিশ জানায়, ওই নারী চিকিৎসক জামালপুর জেলার সরিষাবাড়ী এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকার প্রান্ত স্পেশালাইজড প্রাইভেট হাসপাতালে প্রায় এক বছর ধরে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। তবে এখন পর্যন্ত এ ঘটনায় সম্পৃক্ত প্রেমিক খন্দকার মাহাবুব এলাহীর কোনো সন্ধান পাওয়া যায়নি। 

এ বিষয়ে হাসপাতালের স্বত্বাধিকারী মশিউর আলম চন্দন আজকের পত্রিকাকে বলেন, ‘ওই নারী চিকিৎসক গত প্রায় এক বছর ধরে আমাদের হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিল। শুনেছি আজ ভোরে সে নগরীর পণ্ডিতপাড়া এলাকার বাসায় আত্মহত্যা করেছে। তবে কেন বা কী কারণে এই ঘটনা ঘটেছে, আমার জানা নেই।’

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত