ময়মনসিংহে রেললাইন থেকে টিপু সুলতান (৪২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার নগরীর ১ নম্বর ওয়ার্ড খাগডহর ঘন্টি এলাকার রেললাইনের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানা-পুলিশ।
টিপু সুলতান মুক্তাগাছা উপজেলার আটানিপাড়া এলাকার অচিন্দ্র লাল বড়ুয়ার ছেলে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন আহম্মেদ জানান, মৃত ওই ব্যক্তির মাথা ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ট্রেনের ধাক্কায় ওই যুবক ছিটকে পড়ে মারা যান।
এ ঘটনায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।