হোম > সারা দেশ > ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে আরও ৩ রাজাকার গ্রেপ্তার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 

ঈশ্বরগঞ্জে মানবতাবিরোধী অপরাধ মামলায় আরও তিনজন যুদ্ধাপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে দু'জন ও আজ শুক্রবার ভোরে নিজ বাড়ি থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর শুক্রবার সকালেই আসামি তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। এ নিয়ে উপজেলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, মো. আব্দুল মান্নান ক্বারী (৯২), হাবিবুর রহমান (৭৮) ও আব্দুল হান্নান (৬৮)। এদের মধ্যে মো. আব্দুল মান্নান ক্বারী উপজেলার জাটিয়া ইউনিয়নের ফানুর গ্রাম, হাবিবুর রহমান আঠারোবাড়ী ইউনিয়নের ইটাউলিয়া গ্রাম ও আব্দুল হান্নান সোহাগী ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা। মো. আব্দুল মান্নান ক্বারী ফানুর গ্রামের প্রয়াত আব্দুল হামিদ ফকিরের ছেলে, হাবিবুর রহমান ইটাউলিয়া গ্রামের প্রয়াত ইন্তাজ আলীর ছেলে ও আব্দুল হান্নান চরপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে রাজাকারদের হয়ে গণহত্যা, লুটপাট, ধর্ষণসহ নানান অপকর্মের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২০ সালের ২ নভেম্বর তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এরপর তাঁদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগটি তদন্ত করে ট্রাইব্যুনাল। তদন্ত চলার সময় অভিযোগের সত্যতা পাওয়া গেলে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় তাঁদের বিরুদ্ধে। এরপর গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে দু'জনকে ও আজ ভোরে নিজ বাড়ি থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। 

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। পরে তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করে কারাগারে পাঠানো হয়েছে। 

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জে পাশাপাশি খোঁড়া হয়েছে তিন কবর, এলাকায় শোক