হোম > সারা দেশ > ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে আরও ৩ রাজাকার গ্রেপ্তার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 

ঈশ্বরগঞ্জে মানবতাবিরোধী অপরাধ মামলায় আরও তিনজন যুদ্ধাপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে দু'জন ও আজ শুক্রবার ভোরে নিজ বাড়ি থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর শুক্রবার সকালেই আসামি তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। এ নিয়ে উপজেলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, মো. আব্দুল মান্নান ক্বারী (৯২), হাবিবুর রহমান (৭৮) ও আব্দুল হান্নান (৬৮)। এদের মধ্যে মো. আব্দুল মান্নান ক্বারী উপজেলার জাটিয়া ইউনিয়নের ফানুর গ্রাম, হাবিবুর রহমান আঠারোবাড়ী ইউনিয়নের ইটাউলিয়া গ্রাম ও আব্দুল হান্নান সোহাগী ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা। মো. আব্দুল মান্নান ক্বারী ফানুর গ্রামের প্রয়াত আব্দুল হামিদ ফকিরের ছেলে, হাবিবুর রহমান ইটাউলিয়া গ্রামের প্রয়াত ইন্তাজ আলীর ছেলে ও আব্দুল হান্নান চরপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে রাজাকারদের হয়ে গণহত্যা, লুটপাট, ধর্ষণসহ নানান অপকর্মের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২০ সালের ২ নভেম্বর তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এরপর তাঁদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগটি তদন্ত করে ট্রাইব্যুনাল। তদন্ত চলার সময় অভিযোগের সত্যতা পাওয়া গেলে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় তাঁদের বিরুদ্ধে। এরপর গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে দু'জনকে ও আজ ভোরে নিজ বাড়ি থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। 

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। পরে তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করে কারাগারে পাঠানো হয়েছে। 

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার