হোম > সারা দেশ > ময়মনসিংহ

শিক্ষার্থীদের বরণ নিয়ে ছাত্রদল ও শিবিরের হাতাহাতি

ময়মনসিংহ প্রতিনিধি

ফাইল ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল রোববার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানায়, গতকাল সকাল থেকেই ময়মনসিংহ মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলছিল। প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরকর্মীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে তা হাতাহাতি পর্যন্ত গড়ায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও ছাত্রদলের সদস্য ডা. ইমতিয়াজ আহমেদ সিয়াম বলেন, ‘নতুন শিক্ষার্থীদের বরণ করতে ক্যাম্পাসে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো নানা উদ্যোগ গ্রহণ করে। কিন্তু হঠাৎ করে রেটিনা কোচিং সেন্টারের কয়েকজন নতুন শিক্ষার্থীদের ‘মব’ শুরু করেন। সাধারণ শিক্ষার্থীরা এর প্রতিবাদ করলে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কি হয়।’

মহানগর ছাত্রশিবির সভাপতি শরিফুল ইসলাম খালিদ বলেন, ‘ময়মনসিংহ মেডিকেল কলেজের ঘটনার সঙ্গে শিবিরের কোনো কর্মী জড়িত নয়। এখানে ছাত্রদলের সঙ্গে সাধারণ শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের হাতাহাতি হয়েছে।’

কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পরবর্তী অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক নাজমুল হাসান খান বলেন, দুই দল শিক্ষার্থীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিষয়টির সমাধান করা হয়।

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা