হোম > সারা দেশ > ময়মনসিংহ

বিকেলে গ্রেপ্তার, মধ্যরাতে হাজতে অসুস্থ, পরে মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে মারামারির মামলায় আনোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে গতকাল মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার করে পুলিশ। পরে মধ্যরাতে সরিষাবাড়ী থানা হাজতে অসুস্থ হয়ে পড়লে হাসাপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

আজ বুধবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ডোয়াইল ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা হাটবাড়ী গ্রামের দুলু কামারের ছেলে আনোয়ার হোসেন। সে সরিষাবাড়ী থানার মারামারির একটি মামলার এজাহারভুক্ত আসামি।

গতকাল মঙ্গলবার বিকেলে আসামি আনোয়ার হোসেনকে তাঁর নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে থানা হাজতে রাখা হয়। মধ্যরাতে হঠাৎ তিনি থানা হাজতে অসুস্থ হয়ে পড়েন। পুলিশ তৎক্ষণাৎ তাঁকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আনোয়ার হোসেনের মামা আলহাজ ফকির বলেন, ‘পুলিশ সুস্থ অবস্থায় আনোয়ারকে ধরে নিয়ে গেল। আর এমন কী হলো যে, রাতেই সে মারা গেল।’

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মেহেদী হাসান বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি।’

এ ব্যাপারে ডোয়াইল ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন জানান, আনোয়ার হোসেনের হঠাৎ অসুস্থ হয়ে পড়ার বিষয়টি পুলিশ তাঁকে জানিয়েছিল। তৎক্ষণাৎ তিনি হাসপাতালে গিয়ে আনোয়ার হোসেনের নিথর দেহ দেখতে পান।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, হাজতি আনোয়ার হোসেন মঙ্গলবার মধ্য রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নেওয়া হলে সে মারা যায়।

স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্ক: শোকজের জবাবে নিঃশর্ত ক্ষমা চাইলেন চিকিৎসক ধনদেব

উদ্ভট এক উটের পিঠে চলছে স্বাস্থ্যসেবা: ডিজির সঙ্গে তর্কের পর অব্যাহতি পাওয়া চিকিৎসক

বাবার জানাজায় এসে ছেলের মৃত্যু, একসঙ্গে দাফন

তর্কে জড়ানো চিকিৎসককে বরখাস্তের নির্দেশ ডিজির

বদলি নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ শিক্ষকনেতার

ঘুষ নেওয়ার ভিডিও ফাঁস, উপসহকারী প্রকৌশলীকে বদলি

জামালপুর-২: বিএনপির দলীয় প্রার্থীর পাশে নেই মনোনয়নবঞ্চিতরা

ময়মনসিংহের ১১ আসন: বিএনপির দ্বন্দ্বে সুবিধায় জামায়াত

বাকৃবিতে শুরু দুই দিনব্যাপী বিএসপিএসটির জাতীয় সম্মেলন

উন্নয়ন প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান