হোম > সারা দেশ > জামালপুর

রেললাইনে বসে গেম খেলায় ব্যস্ত, ট্রেনে কাটা পড়ে ২ বন্ধুর মৃত্যু

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরে মেলান্দহে দুই বন্ধু রেললাইনে বসে অনলাইনে গেম খেলছিলেন। এ সময় দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের কাটা পড়ে দুজনেই নিহত হন। আজ সোমবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে দুরমুট ইউনিয়নের রুকানাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মেলান্দহ থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।

নিহতেরা হলেন মজিবর রহমান (১৮) ও শাকিল মিয়া (২০)। মজিবর রুকানাই এলাকার শাহেদ মিয়ার ছেলে। শাকিল একই এলাকার শাহাবুদ্দীন মাক্কুর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বেলা ১১টার পর থেকে রুকানাই রেললাইনের ওপর একই চাদর দুই বন্ধু গায়ে দিয়ে ফ্রি ফায়ার নামের অনলাইন গেম খেলছিলেন। ১২টা ২০ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের নিচে পড়ে শাকিল মিয়া ঘটনাস্থলেই নিহত হন। মজিবরকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নিহত হন।

নিহতদের বন্ধু জুনায়েদ আহমেদ বলেন, ‘তারা দুজনে একটি চাদর গায়ে দিয়ে রেললাইনের ওপর বসে ফ্রি ফায়ার গেম খেলছিল। কানে দুজনেরই হেডফোন ছিল। তখন কয়েকজন লাইন থেকে উঠে খেলার জন্য বলেছিল। তারা শুনে নাই। পরে শুনলাম ট্রেনের নিচে চাপা পড়ে মারা গেছে তারা।’

মেলান্দহ থানার এসআই এনামুল হক সিদ্দিকী বলেন, ‘দুজন মিলে রেললাইনে বসে ফ্রি ফায়ার খেলছিলেন। দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের নিচে পড়ে দুজনেরই মৃত্যু হয়েছে।’

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা