হোম > সারা দেশ > ময়মনসিংহ

সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় ভিজিডির চাল আত্মসাতের অভিযোগ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুরে ভিজিডির চাল আত্মসাতের অভিযোগে ২ নম্বর গৌরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ। গত ১২ জানুয়ারি গৌরীপুর থানায় তিনি এ অভিযোগ দায়ের করেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, সাবেক এই ইউপি চেয়ারম্যান অতি দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ২০২১ সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসের ভিজিডির চাল গুদাম থেকে উত্তোলনের পর বিতরণ না করে নিজেই আত্মসাৎ করেছেন। এ ব্যাপারে গত ২০ ডিসেম্বর দৈনিক আজকের পত্রিকায় ‘গুদাম থেকে ভিজিডির চাল তুললেও পাননি কার্ডধারীরা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, ওই দুই মাসের ৫৬৪ বস্তায় থাকা ১৬ হাজার ৯২০ কেজি চাল তিনি বিক্রি করেন। প্রতি বস্তায় ৩০ কেজি করে চাল ছিল, যার বাজার মূল্য ৮ লাখ ১২ হাজার ১৬০ টাকা। 

এ বিষয়ে বক্তব্য জানতে সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। 

গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, ভিজিডির চাল আত্মসাতের অভিযোগ তিনি পেয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানান তিনি। 

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ জানান, ভিজিডির চাল আত্মসাতের অভিযোগে গত ২৩ ডিসেম্বর আনোয়ার হোসেন চেয়ারম্যানকে প্রথমে শোকজ করা হয়। কিন্তু তিনি শোকজের কোনো জবাব দেননি। 

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার