হোম > সারা দেশ > ময়মনসিংহ

সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় ভিজিডির চাল আত্মসাতের অভিযোগ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুরে ভিজিডির চাল আত্মসাতের অভিযোগে ২ নম্বর গৌরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ। গত ১২ জানুয়ারি গৌরীপুর থানায় তিনি এ অভিযোগ দায়ের করেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, সাবেক এই ইউপি চেয়ারম্যান অতি দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ২০২১ সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসের ভিজিডির চাল গুদাম থেকে উত্তোলনের পর বিতরণ না করে নিজেই আত্মসাৎ করেছেন। এ ব্যাপারে গত ২০ ডিসেম্বর দৈনিক আজকের পত্রিকায় ‘গুদাম থেকে ভিজিডির চাল তুললেও পাননি কার্ডধারীরা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, ওই দুই মাসের ৫৬৪ বস্তায় থাকা ১৬ হাজার ৯২০ কেজি চাল তিনি বিক্রি করেন। প্রতি বস্তায় ৩০ কেজি করে চাল ছিল, যার বাজার মূল্য ৮ লাখ ১২ হাজার ১৬০ টাকা। 

এ বিষয়ে বক্তব্য জানতে সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। 

গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, ভিজিডির চাল আত্মসাতের অভিযোগ তিনি পেয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানান তিনি। 

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ জানান, ভিজিডির চাল আত্মসাতের অভিযোগে গত ২৩ ডিসেম্বর আনোয়ার হোসেন চেয়ারম্যানকে প্রথমে শোকজ করা হয়। কিন্তু তিনি শোকজের কোনো জবাব দেননি। 

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু

‘কোম্পানির লোকেরাই আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে’

ভালুকায় পিটিয়ে হত্যার পর যুবকের মরদেহে আগুন দেওয়ার অভিযোগ