হোম > সারা দেশ > ময়মনসিংহ

বিএনপির সমাবেশ শুরু, জনাকীর্ণ পলিটেকনিক মাঠ

ময়মনসিংহ প্রতিনিধি

দুপুর ২টা বাজার কিছুক্ষণ আগে কোরআন তিলাওয়াতের মাধ্যমে ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। ২টা ২০ মিনিটের দিকে মঞ্চে ওঠেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মঞ্চে উঠে নেতাকর্মীদের হাত নেড়ে অভিবাদন জানান। 

সমাবেশ সফল করতে আজ শনিবার সকাল থেকেই সমাবেশস্থলে নেতাকর্মীরা যোগ দিতে শুরু করেন। ময়মনসিংহের চার জেলা ছাড়াও কিশোরগঞ্জ এবং টাঙ্গাইল থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশ যোগদান করেন। 

সমাবেশ স্থলমুখী সড়কে বাস চলাচল বন্ধ থাকার অভিযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা। বাধ্য হয়ে তাঁরা জলপথে নৌকা ট্রলারে করে সমাবেশ যোগ দেন। এ ছাড়া রাস্তায় একাধিক কর্মী হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

এর আগে বেলা ১২টা থেকে মঞ্চে স্থানীয় এবং কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেওয়া শুরু করেন। তাঁরা বলেন, সব বাধা উপেক্ষা করে সমাবেশে মানুষের উপস্থিতি প্রমাণ করে এ সরকার গ্রহণযোগ্যতা হারিয়েছে। 

আওয়ামী লীগের নেতাকর্মীদের হুমকি-বাধা, লাঠি নিয়ে সড়কে অবস্থান ও  যানবাহন থেকে নামিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এরপরও ময়মনসিংহের সমাবেশস্থল পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে নেতাকর্মীদের ঢল নেমেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনাকীর্ণ হয়ে ওঠে সমাবেশস্থল। স্লোগান, মিছিল আর বাদ্যের তালে তালে মুখরিতে হয়ে উঠেছে পুরো এলাকা।

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, সোয়া ৩০০ জনকে আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ