দুপুর ২টা বাজার কিছুক্ষণ আগে কোরআন তিলাওয়াতের মাধ্যমে ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। ২টা ২০ মিনিটের দিকে মঞ্চে ওঠেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মঞ্চে উঠে নেতাকর্মীদের হাত নেড়ে অভিবাদন জানান।
সমাবেশ সফল করতে আজ শনিবার সকাল থেকেই সমাবেশস্থলে নেতাকর্মীরা যোগ দিতে শুরু করেন। ময়মনসিংহের চার জেলা ছাড়াও কিশোরগঞ্জ এবং টাঙ্গাইল থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশ যোগদান করেন।
এর আগে বেলা ১২টা থেকে মঞ্চে স্থানীয় এবং কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেওয়া শুরু করেন। তাঁরা বলেন, সব বাধা উপেক্ষা করে সমাবেশে মানুষের উপস্থিতি প্রমাণ করে এ সরকার গ্রহণযোগ্যতা হারিয়েছে।