দুর্গাপুর (নেত্রকোনা): টানা দুই দিনের বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এতে করে কুল্লাগড়া ও গাঁওকান্দিয়া ইউনিয়নের বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। এ ছাড়া অনেক এলাকার রাস্তা-ঘাট তলিয়ে যাচ্ছে। এভাবে পানি বাড়তে থাকলে বড় আকারের বন্যা হবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
আজ বুধবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, সোমেশ্বরী নদীর পানি বেড়ে যাওয়ায় ভাঙন আতঙ্কে দিন-রাত কাটাচ্ছে তীরবর্তী শিবগঞ্জ, ডাকুমারা, কুল্লাগড়া, বড়ইকান্দি, রানীখংসহ বেশ কিছু এলাকার মানুষ। অনেকেই ভাঙনের ভয়ে নিরাপদ আশ্রয়ে সরে গেছে।
দুর্গাপুরের ইউএনও রাজিব উল আহসান বলেন, ‘উজানের ঢল মোকাবিলায় আমরা এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছি। নদীর তীরবর্তী অঞ্চলগুলোর জনপ্রতিনিধিদের এ ব্যাপারে সতর্ক করা হয়েছে। তাঁরা তীরবর্তী এলাকার মানুষের মাঝে দ্রুত সেবা পৌঁছে দিতে কাজ করছেন। এ ছাড়া জরুরি প্রয়োজনে আমাদের টিম প্রস্তুত রয়েছে।’