হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনা কারা হেফাজতে মাদক মামলার আসামির মৃত্যু 

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা কারাগারে মাদক মামলার এক আসামির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে তাঁকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহত আলী আহমেদ খান ওরফে শিপন মিয়া (৩৮) পৌর শহরের কাটলী এলাকার মরতুজ আলীর ছেলে। ২০১৮ সালে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তারের পর থেকে শিপন কারাগারে ছিলেন বলে জানিয়েছে কারা পুলিশ। 

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাসমিয়া হোসেন অনন্যা জানান, হাসপাতালে আনার আগেই মারা যান শিপন। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। 

কারাগার থেকে শিপন মিয়াকে সদর হাসপাতালে নেওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন নেত্রকোনা কারা পুলিশের সদস্য শাহিনুল ইসলাম। তিনি বলেন, ‘গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে বুকে ব্যথা অনুভব করেন শিপন। পরে তাকে কারা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে তাকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে তিনি মারা যান।’ 

শিপনের ভাই মনোয়ারুল হক সাবুল বলেন, ‘শিপনের মারা যাওয়ার খবর পেয়ে হাসপাতালে যাই। লাশ নেওয়ার জন্য অপেক্ষা করছি। আইনি প্রক্রিয়া শেষে লাশ নিয়ে যাব।’

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার