হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনা কারা হেফাজতে মাদক মামলার আসামির মৃত্যু 

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা কারাগারে মাদক মামলার এক আসামির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে তাঁকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহত আলী আহমেদ খান ওরফে শিপন মিয়া (৩৮) পৌর শহরের কাটলী এলাকার মরতুজ আলীর ছেলে। ২০১৮ সালে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তারের পর থেকে শিপন কারাগারে ছিলেন বলে জানিয়েছে কারা পুলিশ। 

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাসমিয়া হোসেন অনন্যা জানান, হাসপাতালে আনার আগেই মারা যান শিপন। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। 

কারাগার থেকে শিপন মিয়াকে সদর হাসপাতালে নেওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন নেত্রকোনা কারা পুলিশের সদস্য শাহিনুল ইসলাম। তিনি বলেন, ‘গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে বুকে ব্যথা অনুভব করেন শিপন। পরে তাকে কারা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে তাকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে তিনি মারা যান।’ 

শিপনের ভাই মনোয়ারুল হক সাবুল বলেন, ‘শিপনের মারা যাওয়ার খবর পেয়ে হাসপাতালে যাই। লাশ নেওয়ার জন্য অপেক্ষা করছি। আইনি প্রক্রিয়া শেষে লাশ নিয়ে যাব।’

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত