হোম > সারা দেশ > ময়মনসিংহ

বিয়ে করতে প্রেমিকের অস্বীকৃতি, তরুণীর আত্মহত্যা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে পৌর শহরের দক্ষিণপাড়া এলাকার সুসং আশ্রয় প্রকল্পের ৪/৪ নম্বর ঘরে থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

নিহতের নাম সবুজা খাতুন (১৯)। তিনি আশ্রয় প্রকল্পের ৪/৩ নম্বর ঘরের মঞ্জু ইসলামের মেয়ে। পার্শ্ববর্তী ৪/২ নম্বর ঘরের আব্দুল আলীর ছেলে বাবু মিয়ার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সবুজা আর বাবুর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। গত তিন-চার দিন আগে বিষয়টি দুই পরিবারের মধ্যে জানাজানি হয়। পরে দুজনের বিয়ের আশ্বাস দেয় ছেলের পরিবার। এ কথা বলে ছেলের পরিবারের লোকজন ছেলেকে অন্যত্র পাঠিয়ে দেয়। এরই জের ধরে এই আত্মহত্যার ঘটনা। এদিকে এ ঘটনার পর ছেলের পরিবারের লোকজন পালিয়েছেন বলে জানিয়েছেন সবুজার স্বজনেরা। 

সবুজার বাবা মঞ্জু ইসলাম বলেন, ‘আমি অসুস্থ তাই কাজ থেকে ফিরে এসে ঘরে শুয়ে ছিলাম। তখন মেয়ে আমার কাছে এসে আমাকে দেখে চলে যায়। এর কিছুক্ষণ পরে ঘরের বাচ্চা পোলাপান তাদের ঘরে ঢুকতে পারছে না বলে চিৎকার করতে থাকে। আমি আর বউ গিয়ে ডাকাডাকি করলেও দরজা খুলে নাই। পরে জানালা দিয়ে দেখি আমার মেয়ে ঝুলে আছে।’ 

সবুজার মা রনী বেগম বলেন, ‘ছেলের লগে আমার মেয়ের কথা কইলে ছেলে কইছে আর দেহা হইতো না। পরে আজ সকালে আবার আমার মেয়ে ছেলেরে ফোন দিলে ছেলের ফোন বন্ধ পায়। এরপরেই এ ঘটনা।’ 

এ ব্যাপারে দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, ‘নিহতের নিজ বসতঘরের পাশের একটি বসত ঘরের ভেতরে বাঁশের সঙ্গে ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করি আমরা। পরে সুরতহাল করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত