হোম > সারা দেশ > ময়মনসিংহ

ইভিএম নিয়ে ভোগান্তির কথা জানালেন মেয়র প্রার্থী ইকরামুল

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ থেকে

ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে ভোগান্তির কথা জানালেন সদ্য সাবেক মেয়র ইকরামুল হক টিটু। তিনি বলেছেন, ‘ইভিএম নিয়ে ভোগান্তির কথা শুনছি। অনেকের আঙুলের ছাপ মিলছে না।’ ভোটারদের যেন বারবার ঘুরতে না হয়, কেউ যেন ফিরে না যায়—বিষয়টি নিশ্চিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছেন তিনি। 

আজ শনিবার সকালে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ভোট দেওয়ার পর ইকরামুল হক টিটু এ মন্তব্য করেন। তবে তিনি বলেছেন, ‘ইভিএমে যার ভোট সেই দেবে। এখানে কোনো বিভ্রান্তির সুযোগ নেই।’ ঘড়ি প্রতীকের এই মেয়র পদপ্রার্থী নগরীর কালীবাড়ি এলাকার ৯ নম্বর ওয়ার্ডের প্রিমিয়ার আইডিয়াল স্কুল কেন্দ্রে ভোট দেন। 

ভোটার উপস্থিতি প্রসঙ্গে টিটু বলেন, ‘ঘণ্টাখানেক আগে ভোট গ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত ভোটার উপস্থিতি ভালো। এখনো অনেকটা সময় আছে। আশা করছি, ভোটার উপস্থিতি বাড়বে। নির্বাচনের পরিবেশ ভালো। আশা করি, ভোট দিয়ে মানুষ আমাকে জয়যুক্ত করবে।’ 

উল্লেখ্য, ২০১৮ সালের অক্টোবর মাসে ময়মনসিংহ সিটি করপোরেশন গঠিত হয়। ২০১৯ সালের ৫মে অনুষ্ঠিত হয় প্রথম নির্বাচন। ওই নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন ইকরামুল হক। এবার নিজ দলের একাধিক নেতা প্রার্থী হওয়ায় প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়েছে তাঁকে। 

এবার মেয়র পদের প্রার্থীরা হলেন—সদ্য সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু। তাঁর নির্বাচনী প্রতীক টেবিল ঘড়ি। এ ছাড়া, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেসামুল আলম লড়ছেন ঘোড়া প্রতীকে, শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদেকুল হক খান মিল্কী টজু লড়ছেন হাতি প্রতীকে, কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য কৃষিবিদ ড. রেজাউল হক লড়ছেন হরিণ প্রতীকে এবং জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম স্বপন মণ্ডল লড়ছেন লাঙল প্রতীকে। 

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ সিটি করপোরেশনের মোট ৩৩টি ওয়ার্ড। এতে কাউন্সিলর পদে ১৪৯ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নগরীতে মোট ভোটার ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন। এর মধ্যে ১ লাখ ৬৩ হাজার ৮৭২ জন পুরুষ, ১ লাখ ৭২ হাজার ৬১৫ জন নারী ও ৯ জন হিজড়া। ১১ নম্বর ওয়ার্ডে একজন কাউন্সিলর পদপ্রার্থীর বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী নেই।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা