হোম > সারা দেশ > ময়মনসিংহ

মমেক হাসপাতালে আরও ২১ মৃত্যু   

প্রতিনিধি, ময়মনসিংহ

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্তে নয়জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা যায় ১২ জন। মৃতদের মধ্যে ময়মনসিংহ জেলার ১৬ জন, জামালপুরের দুইজন, টাঙ্গাইলের দুইজন ও গাজীপুরের একজন রয়েছে। 

করোনা আক্রান্তে মৃতরা হলো ময়মনসিংহ সদরের নাজমা (৭০), নূরজাহান বেগম (৬৫), মো. আব্দুর রউফ (৬৫), মুক্তাগাছা উপজেলার সালমা (৪২), ত্রিশাল উপজেলার সুলতান আহমেদ (৭২), গৌরীপুর উপজেলার মতিউর (৭০), টাঙ্গাইল মধুপুর উপজেলার আব্দুল হামিদ (৫৫), ঘাটাইল উপজেলার মোশারফ হোসেন (৫২) এবং গাজীপুর শ্রীপুর উপজেলার খোদেজা বেগম (৫০)। 

এছাড়াও সন্দেহজনক উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলো ময়মনসিংহ সদরের নাজমা সুলতানা (৫০), মোবারক (৭০), শিরিন আক্তার (৫৫), হামিদা (৭০), মুক্তাগাছা উপজেলার মাহফুজুল হক (৬৯), নূরজাহান (৮০), হালুয়াঘাট উপজেলার মোহাম্মদ আলী (৫৯), জহির (৩৩), ত্রিশাল উপজেলার লাভলী (৫৫), নান্দাইল উপজেলার আব্দুর জব্বার (৮০), জামালপুর সদরের হাওয়া বেগম (৭০) ও দেওয়ানগঞ্জ উপজেলার জইনুদ্দীন (৩৩)। 

আজ রোববার এ তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৯৪ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৫২৮ জন এবং আইসিউতে ২২ জন চিকিৎসাধীন আছেন।  

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৩৬টি নমুনা পরীক্ষায় আরও ৩১২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৪৬ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৫ হাজার ৫২ জন। সুস্থ হয়েছেন ১২ হাজার ৩৪৩ জন।

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার