হোম > সারা দেশ > ময়মনসিংহ

‘নগরবাসী ইভিএমে ভোট দিয়ে অভ্যস্ত’

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ থেকে

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) যাঁর ভোট কেবল তিনিই দিতে পারবেন। অন্য কেউ তাঁর হয়ে ভোট দিতে পারবেন না। এ ছাড়া, নগরবাসী ইভিএমে ভোট দিয়ে অভ্যস্ত। ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ময়মনসিংহের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম জানিয়েছেন, তাঁরা প্রার্থীদের এসব বিষয় বুঝিয়েছেন। 

সফিকুল ইসলাম বলেন, ‘আপনারা জানেন, ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) প্রথম নির্বাচন ইভিএমে হয়েছিল। নগরবাসী ইভিএমে ভোট দিয়ে অভ্যস্ত। নির্বাচন কমিশনের নির্দেশনায় আমরা প্রতিটি স্পটে ইভিএম প্রদর্শন করেছি। সবাইকে সচেতন করেছি।’ 

এই নির্বাচন কর্মকর্তা বলেন, ‘এখানে যে ইভিএম মেশিন আছে, তা একদম ফ্রেশ। আশা করি, কোনো সমস্যা নেই। যদি সমস্যা হয়, তাহলে তাৎক্ষণিকভাবে ইভিএম মেশিন রিপ্লেস করে দেব। আমরা প্রত্যেক প্রার্থীকে দেখিয়েছি যে, এক জায়গার ভোট আরেক জায়গায় যাবে না। আশা করছি, আগামীকাল ১২৮ কেন্দ্রে ভোটার উৎসাহে, নিরাপত্তার সঙ্গে ভোট দিতে পারবে।’ 

ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কমিশন অফিস থেকে জানা গেছে, নগরীর ৩৩ ওয়ার্ডের ১২৮টি ভোট কেন্দ্রের ৯৯০ বুথে ভোট গ্রহণ হবে। এ জন্য দেড় হাজার ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রস্তুত রাখা হয়েছে। 

ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন অফিসের আঞ্চলিক কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা থাকবে।’ 

মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘এ জন্য স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি ৭ প্লাটুন বিজিবি, ১১ প্লাটুন পুলিশ, আর্মড পুলিশ ও আনসার সদস্য, ১৭ টিম র‍্যাব ছাড়াও ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। প্রতিটি ভোটকেন্দ্রে ৪ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ৫ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।’

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ