হোম > সারা দেশ > ময়মনসিংহ

এক হাত জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি 

ছেলের মৃত্যুর খবর শুনে মায়ের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার নান্দাইল ইউনিয়নের ভাটি সাভার গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, ভাটি সাভার গ্রামের আব্দুল হেলিম ও জসিম উদ্দিনের মধ্যে বাড়ির সীমানার এক হাত জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে আজ সকাল ৭টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জসিম উদ্দিনের ভাই আক্তার হোসেন গুরুতর আহত হন। পরে বেলা ১টার দিকে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত আক্তার হোসেন ওই গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে।

আক্তার হোসেনের মৃত্যুর খবর পেয়ে প্রতিপক্ষের লোকজন পালিয়েছেন। এ সুযোগে স্থানীয় বাসিন্দারা বেশ কয়েকটি ঘরে লুটপাট করেছেন।

নিহত আক্তার হোসেনের মা হাজেরা খাতুন বলেন, ‘এক জায়গা নিইয়া গন্ডগোল অনেক দিন হয়েছে। এই কারণেই আমার পোলাডারে (ছেলে) মাইরাইলছে।’

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দীন মাহমুদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন। চার আসামিকে আটক করা হয়েছে।

ঘুষ নেওয়ার ভিডিও ফাঁস, উপসহকারী প্রকৌশলীকে বদলি

জামালপুর-২: বিএনপির দলীয় প্রার্থীর পাশে নেই মনোনয়নবঞ্চিতরা

ময়মনসিংহের ১১ আসন: বিএনপির দ্বন্দ্বে সুবিধায় জামায়াত

বাকৃবিতে শুরু দুই দিনব্যাপী বিএসপিএসটির জাতীয় সম্মেলন

উন্নয়ন প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান

বন্ধুকে খুন করে রক্তমাখা কুড়াল হাতে থানায় হাজির যুবক

বাকৃবিতে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

পুলিশ বক্সের সামনে যুবদল কর্মীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

শেরপুরে টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ, ডিলার আটক

ডিসেম্বরে জাতীয় নেতাদের কাছে নাগরিক ইশতেহার তুলে ধরা হবে: দেবপ্রিয় ভট্টাচার্য