হোম > সারা দেশ > ময়মনসিংহ

জামালপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, আটক ২ 

জামালপুর প্রতিনিধি

জামালপুর সদর উপজেলার খড়খড়িয়া গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় হজরত আলী (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলচালকসহ দুজনকে আটক করেছে পুলিশ।

নিহত হজরত আলী উপজেলার নাগাছা ইউনিয়নের খড়খড়িয়া গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হজরত আলী খড়খড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল পেছন থেকে তাঁকে ধাক্কা দেয়। এ সময় সড়কে ছিটকে পড়েন তিনি। পরে এলাকাবাসী তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নান্দিনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, মোটরসাইকেলের ধাক্কার হজরত আলী নামে এক পথচারীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার পরপরই মোটরসাইকেলচালকসহ দুজনকে আটক করেছে এলাকাবাসী। পরে পুলিশ তাঁদের থানায় নিয়ে আসে। নিহতের পরিবার মামলা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত