হোম > সারা দেশ > ময়মনসিংহ

দুর্ঘটনা কেড়ে নিল আলীর সব, জুটছে না ভরণপোষণ-ওষুধের টাকা 

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

কতটা অসহায় হলে পরিবার-পরিজন নিয়ে থাকার শেষ সম্বল জমিসহ ঘরটুকুও বিক্রি করে দিতে হয় তা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলর বাঁশকুড়ি গ্রামের আলী হোসেন-রাজিয়া দম্পতির দুরবস্থা না দেখলে বোঝা যাবে না। 

খোঁজ নিয়ে জানা যায়, ভ্যানচালক আলী হোসেন গত ১৫ ডিসেম্বর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাজারের মাছের আড়তের সামনে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। বোনের বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সে সময় সিএনজি চালকসহ মারা যায় আরও একজন। ভাগ্যক্রমে বেঁচে যান আলী। দীর্ঘদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকতে হয় তাঁকে। 

বেঁচে ফিরলেও স্ত্রী-সন্তানসহ ৭ সদস্যের পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন আলী। কাটা পা নিয়ে এখনো হাঁটতে পারেন না। তাঁর হৃদ্‌রোগও ধরা পড়েছে। এ অবস্থায় সপ্তাহে প্রায় তিন হাজার টাকার ওষুধ লাগে তাঁর। পাঁচ সন্তানের মধ্যে চারজন পড়াশোনা করত। অর্থাভাবে তাঁদের পড়াশোনা বন্ধ রয়েছে। 

সবার বড় ছেলে রিফাত হাসান অষ্টম শ্রেণি, মেয়ে আঁখি আক্তার সপ্তম শ্রেণি, তানিশা আক্তার দ্বিতীয় শ্রেণি ও রিয়াদ হাসান প্রথম শ্রেণির শিক্ষার্থী। কোলের শিশু আঁচল আক্তারের বয়স এখনো বছর পেরোয়নি। 

পরিবারের ভরণপোষণ ও নিজের ওষুধের টাকা জোগাতে না পেরে নিজের থাকার শেষ সম্বল জমি ও আশ্রয়ণ প্রকল্প-১ থেকে প্রাপ্ত ঘরটিও বিক্রি করে দিতে হয়েছে তাঁকে। আর্থিক অসচ্ছলতার কারণে বছর তিনেক আগে আলীর নিজের জমিতে ঘরটি নির্মাণ করে দেওয়া হয়। 

আলী হোসেনের একাধিক প্রতিবেশীর সঙ্গে কথা হলে তাঁরা এই প্রতিবেদককে আলীর অসহায় জীবনযাপনের বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে এই পরিবারটির জন্য সরকারের কাছে সহযোগিতা কামনা করেন। 

অসহায় আলী হোসেন হাউমাউ করে কেঁদে উঠে আজকের পত্রিকাকে বলেন, ‘এহন যে আমি চিকিৎসা করবাম, টেহা-পয়সা কিছুই নাই। আমার পাঁচটা সন্তান। আমি বড় অসহায় আছি। এহন আমার নিরুপায় অইয়া এই বিডাডা (ভিটা) বিক্রি করতে অইছে। আমি যে চিকিৎসা করবাম-টেহা আমার নাই, খরচপাতি নাই। আমার ঘরে দেহুইনগা এক মোট চাইলও নাই।’ 

কান্নাজড়িত কণ্ঠে আলী হোসের আরও বলেন, ‘ঘরটা বিক্রি কইরা এক বস্তা চাইল কিনছি। কেউ আমারে সহযোগিতা করে নাই। তাই, নিরুপায় অইয়া ঘরটা বিক্রি করতে অইচে। এ ছাড়া আমার কি করা, মৃত্যু ছাড়া আমার কিছু করার নাই। এই পাঁচটা সন্তান, বউ-বাচ্চা নিয়া আমি কোথায় দাঁড়াব? ঘরে আমার অর্থ-সম্পদ কিচ্ছু নাই। নিরুপায় অইয়া এই জায়গাটাও বিক্রি কইরা দিছি।’ 

এ বিষয়ে জানতে চাইলে বইলর ইউনিয়ন পরিষের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ মশিহুর রহমান শাহানশাহ আজকের পত্রিকাকে বলেন, ‘আলী হোসেন হতদরিদ্র মানুষ। সড়ক দুর্ঘটনার পর সে তার স্ত্রী ও পাঁচ সন্তান নিয়ে খুব অসহায় জীবনযাপন করছে। আমি আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব তা করার চেষ্টা করব। পাশাপাশি সরকারি কোনো সুযোগ-সুবিধার আওতায় নিয়ে আসা যায় কি না তাও দেখব।’

গড়ে ওঠেনি স্মৃতির মিনার

ময়মনসিংহে হেলে পড়েছে ৫ তলা ভবন, আতঙ্কে বাসা ফাঁকা

নেত্রকোনায় লরি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

১ জানুয়ারি শিক্ষার্থীরা সব নতুন বই হাতে পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

শেরপুরে অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

ডিজির সঙ্গে তর্ক: অব্যাহতির ৪ দিনের মাথায় পুনর্বহাল ময়মনসিংহের চিকিৎসক

ময়মনসিংহে টমেটোখেতে ‘মড়ক’, দিশেহারা কৃষক

পদোন্নতির ডাক পেলেন শেখ হাসিনার সাজা প্রত্যাখ্যান করা শিক্ষক মাসুদ রানা

স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্ক: শোকজের জবাবে নিঃশর্ত ক্ষমা চাইলেন চিকিৎসক ধনদেব

উদ্ভট এক উটের পিঠে চলছে স্বাস্থ্যসেবা: ডিজির সঙ্গে তর্কের পর অব্যাহতি পাওয়া চিকিৎসক