প্রেমের টানে সুদূর তুরস্ক থেকে বাংলাদেশের ময়মনসিংহের মুক্তাগাছায় ছুটে এসেছেন আয়েশা ওজতেকিন নামে এক তরুণী। তাঁকে দেখতে বাড়িতে ভিড় জমাচ্ছে আশপাশের লোকজন। আজ শুক্রবার দুপুরে ময়মনসিংহের মুক্তাগাছায় বাংলাদেশি যুবক হুমায়ুন কবিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।
জানা গেছে, হুমায়ুন কবির মুক্তাগাছার মো. হাসানের ছেলে। হুমায়ুন কবির ২০১০ সালে তুরস্কের আনকারা শহরের হাজেত্তেপে ইউনিভার্সিটিতে মেডিসিন বিভাগে পড়াশোনা করতে যান। ২০১৮ সালে আনাতোলিয়া শহরের লাইফ হসপিটালে চাকরির সুবাদে হাসপাতালেরই প্রধান হিসাবরক্ষক আয়েশা ওজতেকিনের সঙ্গে পরিচয় হয়। সেই পরিচয় থেকে ঘটে মনের লেনদেন।
হুমায়ুন কবির বলেন, ‘ও অনেক বাংলা গান শোনে, নাটক দেখে। যদিও বাংলা তেমন একটা বোঝে না, তাই সাবটাইটেল দিয়ে দেখে। আর বাংলাদেশি ড্রেসও ওর খুব পছন্দ।’
এ বিষয়ে হুমায়ুন কবিরের বাবা হাসান আলী বলেন, ‘এরই মধ্যে আয়েশা ওজতেকিন শাশুড়ির মন জয় করে নিয়েছে। তারা যদি সংসারজীবনে সুখী হয়। তাহলে আমরা খুশি থাকব।’