ময়মনসিংহের গফরগাঁওয়ের সালটিয়া কালির হাট এলাকায় ঢাকাগামী বলাকা ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ-ঢাকা রেলপথের ধলা-গফরগাঁও স্টেশনের মধ্যবর্তী কালিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া পর তিনি মারা যান। নিহত ব্যক্তির পরনে ছিল জামা ও লুঙ্গি। বয়স আনুমানিক ৬৫ বছর। নিহতের পরিচয় পাওয়া যায়নি। রেলওয়ে পুলিশ পরিচয় জানার চেষ্টা করছে।
গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ময়মনসিংহ রেলওয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।’