ময়মনসিংহের ভালুকায় ২৫ লাখ টাকা মূল্যের চার শ বস্তা ভারতীয় চিনিসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে পুলিশ। এ সময় কাভার্ড ভ্যানের চালক ও তাঁর সহকারীকে আটক করা হয়। আজ মঙ্গলবার দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে ভালুকা মডেল থানা-পুলিশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা পৌর সদরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের এআর ফিলিং স্টেশনের সামনে ভালুকা মডেল থানা-পুলিশ অভিযান চালিয়ে চার শ বস্তা ভারতীয় চিনি এবং চিনি বোঝাই কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-উ-১২-২২০০) জব্দ করে। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক ও তাঁর সহকারীকে আটক করেছে পুলিশ।
আটক দুজন হলেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাসিন্দা আবিদ হোসেন (২৩) ও তাঁর সহকারী ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বাসিন্দা আল আমিন (২৩)।
এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ আজকের পত্রিকাকে বলেন, চিনি জব্দের ঘটনায় নিয়মিত মামলা করা হয়েছে। আটক দুজনকে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে।