হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইলে নৌকার পক্ষে মিছিলে যুবকের আগ্নেয়াস্ত্র প্রদর্শন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে নৌকার পক্ষে মিছিলে আগ্নেয়াস্ত্র (পিস্তল) প্রদর্শন করেছেন এক যুবক। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামে এ ঘটনা ঘটে। মিছিল শেষে মিছিলে অংশগ্রহণকারীরাই নিজেদের ফেসবুক আইডিতে অস্ত্র প্রদর্শনের ভিডিওটি প্রকাশ করে। 

অস্ত্রধারী তরুণের নাম মো. ওয়াহিদুজ্জামান তানভীর (২২)। তিনি উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামের উসমান আলীর ছেলে। 

এলাকাবাসী জানিয়েছে, চণ্ডীপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামের আনন্দবাজারে নৌকার প্রার্থী মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের নির্বাচনী ক্যাম্প রয়েছে। প্রতিদিন সন্ধ্যায় দলের লোকজন সেখানে জড়ো হয়। গতকাল বুধবার সন্ধ্যায় ওয়াহিদুজ্জামান তানভীরের নেতৃত্বে একটি মিছিল হয়। সেখানে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ‘নৌকা, নৌকা; তানভীর ভাই, তানভীর ভাই’ স্লোগান দেওয়া হয়। 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, ওয়াহিদুজ্জামান তানভীর অল্প বয়স থেকেই আগ্নেয়াস্ত্র নিয়ে চলাফেরা করেন। আগেও তাঁর বিরুদ্ধে একাধিকবার অস্ত্র প্রদর্শনের অভিযোগ উঠেছে। মাস ছয়েক আগে পারিবারিক একটি কলহের ঘটনায়ও তিনি অস্ত্র প্রদর্শন করেন। কিন্তু এসব ঘটনায় তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 

এ বিষয়ে জানতে ওয়াহিদুজ্জামান তানভীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। 

চণ্ডীপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাবুদ্দিন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলেটিকে আমি একদিন এক মিটিংয়ে দেখেছি। সে দলের কোনো পদে নেই। আর নৌকার পক্ষে মিছিল করছে কি না, তা আমার জানা নেই।’

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, ‘ঘটনার খবর পেয়েই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এখনো অভিযানে আছি। বিস্তারিত পরে জানাব।’

এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল বলেন, ‘ঘটনা জেনেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেছি। এ ব্যাপারে তারা মাঠে তৎপর রয়েছে।’

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা