হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে বিআরটিসি বাসের সঙ্গে মাহিন্দ্রার সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৩

ময়মনসিংহ প্রতিনিধি

আহত ব্যক্তিদের উদ্ধারে অভিযান। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় ময়মনসিংহমুখী বিআরটিসি বাসের সঙ্গে যাত্রীবাহী মাহিন্দ্রা গাড়ির মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ছয়জন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন মহিলা ও দুজন পুরুষ।

আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে পৌর শহরের দত্তপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার বড়হিত ইউনিয়নের পাইকুরা গ্রামের আব্দুস ছোবান (৬০) ও তাঁর ছেলে সবুজ মিয়া (৩২) এবং অপর যাত্রী দড়িপাঁচাশি গ্রামের মৃত আহাম্মদ আলীর মেয়ে কহিনুর সুলতানা (৩৫)।

আহত ব্যক্তিরা হলেন সাব্বির (২৭), শিউলি (২৮), রফিকুল ইসলাম (৩০), আব্দুল গণি (৫০), রমজান আলী (২৩) ও শাহীন (২০)। তাঁরা সবাই মাহিন্দ্রার যাত্রী ছিলেন। আহত ব্যক্তিদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবরের সত্যতা নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান। স্থানীয় বাসিন্দাদের বরাতে ওসি জানান, সন্ধ্যা ৬টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নামাতে গেলে পেছন থেকে আরেকটি মাহিন্দ্রা গাড়ি সিএনজিকে ওভারটেক করতে গেলে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বিআরটিসি বাসের সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ সময় আরও ছয়জন গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা