হোম > সারা দেশ > ময়মনসিংহ

কবরস্থানে পাওয়া নবজাতককে দত্তক নিলেন চিকিৎসক দম্পতি 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে কবরস্থান থেকে কুড়িয়ে পাওয়া নবজাতকে দত্তক নিয়েছেন এক চিকিৎসক দম্পতি। সমাজসেবা কার্যালয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিকেলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইনসাল আলী তাঁদের কাছে ওই শিশুকে তুলে দেন। 

চিকিৎসক দম্পতি হলেন–মো. আব্দুস সবুর খান ও বিউটি খাতুন। তাঁরা নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার পূর্ব দলিরাম গ্রামের বাসিন্দা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক। 

শিশুটিকে দত্তক নেওয়ার বিষয়ে চূড়ান্ত করতে উপজেলা সমাজসেবা কার্যালয়ে গতকাল শনিবার রাতে শিশু কল্যাণ বোর্ডের সভা হয়। সেখানে একাধিক আবেদন পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক দম্পতির আবেদনটি চূড়ান্ত করা হয়। 

এ বিষয়ে নান্দাইল উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইনসান আলী বলেন, ‘নবজাতক শিশুটিকে নিতে পাঁচজন আবেদন করেছিল। সেখান থেকে শিশুটির ভবিষ্যৎ নিরাপত্তা কথা বিবেচনা করে নিঃসন্তান চিকিৎসক দম্পতিকে দত্তক দেওয়া হয়েছে।’ 

নবজাতক দত্তক দেওয়ার সময় উপস্থিত ছিলেন–নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুর রশিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইনসান আলী, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ। 

উল্লেখ্য, গত ১ মার্চ উপজেলার মুশুল্লি ইউনিয়নের তারের ঘাট রসুলপুর গ্রামের কবরস্থান থেকে কান্নার শব্দ শুনে অটোরিকশাচালক মো. সুরুজ মিয়া। তিনি শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যান। পরে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেন। অনেক খোঁজাখুঁজি করে পরিবারের সন্ধান পাওয়া যায়নি। পরে নবজাতক শিশুটিকে দত্তক নিতে অনেকেই আবেদন করেন।

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জে পাশাপাশি খোঁড়া হয়েছে তিন কবর, এলাকায় শোক