হোম > সারা দেশ > ময়মনসিংহ

কবরস্থানে পাওয়া নবজাতককে দত্তক নিলেন চিকিৎসক দম্পতি 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে কবরস্থান থেকে কুড়িয়ে পাওয়া নবজাতকে দত্তক নিয়েছেন এক চিকিৎসক দম্পতি। সমাজসেবা কার্যালয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিকেলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইনসাল আলী তাঁদের কাছে ওই শিশুকে তুলে দেন। 

চিকিৎসক দম্পতি হলেন–মো. আব্দুস সবুর খান ও বিউটি খাতুন। তাঁরা নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার পূর্ব দলিরাম গ্রামের বাসিন্দা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক। 

শিশুটিকে দত্তক নেওয়ার বিষয়ে চূড়ান্ত করতে উপজেলা সমাজসেবা কার্যালয়ে গতকাল শনিবার রাতে শিশু কল্যাণ বোর্ডের সভা হয়। সেখানে একাধিক আবেদন পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক দম্পতির আবেদনটি চূড়ান্ত করা হয়। 

এ বিষয়ে নান্দাইল উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইনসান আলী বলেন, ‘নবজাতক শিশুটিকে নিতে পাঁচজন আবেদন করেছিল। সেখান থেকে শিশুটির ভবিষ্যৎ নিরাপত্তা কথা বিবেচনা করে নিঃসন্তান চিকিৎসক দম্পতিকে দত্তক দেওয়া হয়েছে।’ 

নবজাতক দত্তক দেওয়ার সময় উপস্থিত ছিলেন–নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুর রশিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইনসান আলী, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ। 

উল্লেখ্য, গত ১ মার্চ উপজেলার মুশুল্লি ইউনিয়নের তারের ঘাট রসুলপুর গ্রামের কবরস্থান থেকে কান্নার শব্দ শুনে অটোরিকশাচালক মো. সুরুজ মিয়া। তিনি শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যান। পরে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেন। অনেক খোঁজাখুঁজি করে পরিবারের সন্ধান পাওয়া যায়নি। পরে নবজাতক শিশুটিকে দত্তক নিতে অনেকেই আবেদন করেন।

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস