হোম > সারা দেশ > ময়মনসিংহ

নতুন ঘরসহ পরিবারে প্রয়োজনীয় জিনিসপত্র পেলেন সেই রেশমা

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি 

সংবাদ প্রকাশের পর নতুন টিনশেড ঘর, টিউবওয়েল, বাথরুম, নতুন জামা কাপড় পেলেন সেই রেশমার পরিবার। আজ রোববার দুপুরে নতুন ঘরে উঠিয়ে দিয়েছেন সিরাজগঞ্জের মামুন বিশ্বাস নামের এক যুবক। 

এর আগে গত ৪ ডিসেম্বর আজকের পত্রিকায় অনলাইন ভার্সনে ‘সামর্থ্য নেই খুপরিঘরই ভরসা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এরপর সেটি নজরে নেন সিরাজগঞ্জ জেলার যুবক মামুন বিশ্বাস। তিনি তাঁকে একটি নতুন টিনশেড ঘর নির্মাণ করে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দেন। প্রায় লাখ টাকার মতো খরচ করে ২১ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের একটি টিনশেড ঘর, একটি টিউবওয়েল, একটি বাথরুম, বিছানার লেপ-তোশক, কাপড়চোপড় ও এক মাসের খাদ্য সামগ্রী দিয়েছেন তিনি। 

ফুলবাড়িয়া উপজেলার চকরাধাকাই গ্রামের আবু হানিফার স্ত্রী রেশমা বেগম। দুই কন্যা সন্তান নিয়ে পলিথিন দিয়ে ঘেরা ঝুপড়ি ঘরে বসবাস করতেন রেশমা বেগম। স্বামী অসুস্থ। কোনো কিছু করতে পারেন না। নিজে বাড়ি বাড়ি ঝিয়ের কাজ করেন। যে দিন কাজ করতে পারেন, সেদিন পরিবারের মুখে আহার জোটে, না হলে অনাহারে দিনাতিপাত করেন তারা। 

রেশমা বেগম বলেন, ‘নতুন একটি টিনশেড ঘর আমার কাছে স্বপ্নের মতো, দিনে অন্যের বাড়ি কাজ করে রাতে স্বামী সন্তান নিয়ে আরামে থাকতে পারব, যারা সহযোগিতা করে ঘর করে দিয়েছেন, তাদের জন্য নামাজ পরে দোয়া করব সব সময়।’ 

মামুন বিশ্বাস জানান, রেশমার পলিথিনের ঘরের খবরটি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিই, হৃদয়বান ব্যক্তিদের সহযোগিতায় রেশমার জন্য টিনশেড ঘরসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের অনেকটা ব্যবস্থা হয়েছে। 

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর