হোম > সারা দেশ > ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে চেয়ারম্যান প্রার্থীকে কুপিয়ে জখম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আহাম্মদ উল্লাহ সিদ্দিকী সোহেলকে (৪৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোহেলকে কোপানোর সময় বাধা দিতে গেলে স্ত্রী মাহমুদা রহমান মনিকেও (৩৫) আঘাত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার মধ্যরাতে উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের উত্তর বনগাঁও গ্রামে ঘটনাটি ঘটে। 

জানা গেছে, নৌকার মনোনয়ন প্রত্যাশী সোহেল ওই এলাকার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের ছেলে। মতিউর রহমান আঠারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। 

এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় মানববন্ধন করা হবে। 

পারিবারিক সূত্রে জানা যায়, আসন্ন ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন সোহেল। মধ্যরাতে সোহেলের বাড়িতে ১০-১৫ জন দুর্বৃত্ত প্রবেশ করে। প্রথমে তাঁরা বারান্দার গ্রিলের তালা ভেঙে ঘরে প্রবেশ করে। এরপর তাঁরা সোহেলকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এ সময় সোহেলের চিৎকারে পাশের ঘরে থাকা স্ত্রী মাহমুদা রহমান মনি এগিয়ে আসেন। দুর্বৃত্তরা তাঁকেও আঘাত করে। 

আহত সোহেলের বড়ভাই আশরাফ সিদ্দিকী জুয়েল বলেন, 'রাত পৌনে ৩টার দিকে ১০-১৫ মুখোশধারী দুর্বৃত্ত ঘরের দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে। তাঁদের হাতে রামদা, চাপাতি, কিরিজ ছিল। তাঁরা আমার ছোট ভাই সোহেলকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।' 

আশফ সিদ্দিকী জুয়েল আরও বলেন, 'আমার ভাই ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিল। এরই মধ্যে এলাকার উন্নয়নমূলক কাজ করে সকলের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ারাই তাঁর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।' 

এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া বলেন, 'খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে এ ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।' 

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত