হোম > সারা দেশ > ময়মনসিংহ

৩৪ বছর পর ব্যবসায়ী হত্যার রায়, ৪ জনের যাবজ্জীবন

ময়মনসিংহ প্রতিনিধি

দীর্ঘ ৩৪ বছর পর ময়মনসিংহের ত্রিশালের ব্যবসায়ী আব্দুল মালেক হত্যা মামলার রায় দিয়েছেন আদালত। রায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আহাম্মদ আলী ও সুরুজ আলী নামে দুজনকে বেকসুর খালাস দেন বিচারক। 

আজ সোমবার দুপুরে ময়মনসিংহ অতিরিক্ত দ্বিতীয় দায়রা জজ আদালতের বিচারক সাবরিনা আলী আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন। 

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন—আলতাব আলী, জিন্নত আলী, কিসমত আলী ও মফিজ উদ্দিন। 

এ মামলায় বাদী পক্ষের আইনজীবী মনোয়ারা বেগম পারভীন বলেন, ‘১৯৮৮ সালের ২১শে আগস্ট ময়মনসিংহের ত্রিশালে দরিরামপুরে স্থানীয় বিরোধকে কেন্দ্র করে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় এলাকার মাতব্বর আব্দুল মালেককে। এ ঘটনায় নিহতের ভাই আবুল কাশেম বাদী হয়ে ২৩ আগস্ট মামলা করলে তদন্ত কর্মকর্তা ৮ জনের নামে আদালতে চার্জশিট দেয়। মামলার সাক্ষীদের রিকলের বিষয়ে ১৯৯৪ সালে হাইকোর্টে আপিল করেন আসামিপক্ষ। এরপর থমকে যায় বিচার কাজ।’ 

আইনজীবী মনোয়ারা বেগম আরও বলেন, দুঃখজনক হলেও সেই রিভিশন শুনানি শেষ হতে কেটে যায় ১৮ বছর। ২০১২ সালে রিভিশন নিষ্পত্তি হয় তবে সেই অর্ডার কপি ময়মনসিংহ আদালতে রিসিভ করা হয় ২০১৫ সালে। এই দীর্ঘ সময়ে মারা গেছেন সোবহান নামে মামলার একজন আসামিও।’ 

তবে দীর্ঘদিন পর রায় হলেও ন্যায় বিচার নিশ্চিত হওয়ায় সন্তোষ প্রকাশ করে রায় দ্রুত কার্যকরের দাবি জানান বাদী পক্ষ। 

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা