হোম > সারা দেশ > ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে চিকিৎসকের অবহেলায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 

ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় অবস্থিত ইমিউন হাসপাতাল। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের অবহেলায় মনজিলা খাতুন (৩৩) নামের এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বড়হিত ইউনিয়নের নশতি গ্রামের শহীদুল ইসলামের স্ত্রী মনজিলার মৃত্যু হয়।

স্বজনদের অভিযোগ, প্রসবব্যথা নিয়ে মঙ্গলবার রাতে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার ইমিউন হাসপাতালে ভর্তি হন মনজিলা খাতুন। বাড়িতে তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন। এরপর হাসপাতালে নেওয়ার পর আরেকটি সন্তান প্রসব করেন। দ্বিতীয় সন্তান জন্মের পর নবজাতকের অবস্থা সংকটাপন্ন হলে রাত আড়াইটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

নিহতের ভাই হাফেজ আব্দুস শহীদ অভিযোগ করে বলেন, ‘রাতভর কোনো চিকিৎসক খোঁজ নেননি। আমি রক্ত দিতে চাইলেও তাঁরা বলেন সকালে রক্ত নেবেন। কিন্তু তার আগেই আমার বোন মারা যায়।’

স্থানীয়দের দাবি, ইমিউন হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনা নতুন নয়। প্রতিষ্ঠানটির পরিচালক চিকিৎসক ফরহাদ হোসেন, তাঁর ছেলে পরিচালক (প্রশাসন) ফয়সাল আরেফিন ও পুত্রবধূ গাইনি চিকিৎসক নাঈম সুলতানা সানী—এই তিনজন মিলে নিয়মিত অপারেশন করেন। তবে ফরহাদ হোসেনের প্রভাবের কারণে আগের মৃত্যুগুলোর বিচার হয়নি।

ঘটনার পর ভুক্তভোগী পরিবার ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি ময়মনসিংহের সিভিল সার্জনকেও অবহিত করা হয়েছে।

অভিযোগ অস্বীকার করে ইমিউন হাসপাতালের পরিচালক ডা. ফরহাদ হোসেন বলেন, ‘চিকিৎসকের অবহেলার অভিযোগ সত্য নয়। আমার ছেলে সারা রাত ডিউটিতে ছিল।’

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম খান বলেন, ‘ঘটনার বিষয়ে জানতে পেরেছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান বলেন, ‘৯৯৯-এ কল পাওয়ার পর ঘটনাস্থলে একজন পুলিশ কর্মকর্তা পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী