হোম > সারা দেশ > ময়মনসিংহ

গৌরীপুরে আ. লীগের চেয়ারম্যান প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র বাতিল

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে গৌরীপুরে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গতকাল সোমবার রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর এ তথ্য জানানো হয়। 

সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার সূত্রে জানা যায়, দলীয় প্রধানের পত্র না থাকায় অচিন্ত্যপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. জয়নাল আবেদীন ও মো. জহিরুল ইসলাম, ঋণ খেলাপির জামিনদার থাকায় মাওহা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ কালন, ঋণ খেলাপির কারণে অচিন্ত্যপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. দুলাল ফকির, বোকাইনগর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাবিবুল ইসলাম খান শহীদ ও ডৌহাখলা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন এবং সংশ্লিষ্ট ইউনিয়নে সরকারি কাজের ঠিকাদারি কাজ থাকার কারণে ভাংনামারী ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. নেজামুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 
 
এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার সজল চন্দ্র সরকার বলেন, যে সকল প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে তাঁরা সকলেই আপিল করতে পারবেন। 

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার