হোম > সারা দেশ > ময়মনসিংহ

রোহিঙ্গা নারীকে বিয়ের পর মাদক সিন্ডিকেট গড়ে ওঠে বাবুলের

ময়মনসিংহ প্রতিনিধি

মিয়ানমারের মংডু এলাকার নারী আনোয়ারা আক্তার রোজিনাকে (২৬) বিয়ে করার পর মিয়ানমার থেকে বাংলাদেশে মাদক পাচারের সিন্ডিকেট গড়ে তোলেন ইলিয়াস কাদের বাবুল (৪৩)। কক্সবাজার থেকে দেশের বিভিন্ন জায়গায় তাঁরা মাদক পাচার করতেন। তাঁরা পেটে করে দেশের বিভিন্ন জায়গায় ইয়াবা পাচার করতেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তারের পর এসব জানিয়েছেন ইলিয়াস কাদের বাবুল।

আজ শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম শওকত ইসলাম। গ্রেপ্তার সাতজনের মধ্যে পাঁচজনই রোহিঙ্গা নাগরিক। তাঁরা হলেন মো. শাহেদ, নজরুল ইসলাম, খালেদা আক্তার, মো. তৈয়ব ও আনোয়ারা আক্তার। বাকি দুজন মো. নাজমুল হুদা ও ইলিয়াস কাদের বাবুল।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানা যায়, নেত্রকোনার হরিদাসপুর গ্রামের মিরাজ উদ্দিনের ছেলে ইলিয়াস কাদের বাবুল। প্রায় এক বছর আগে রোজিনাকে বিয়ে করেন বাবুল। তাঁর আগের আরেকজন স্ত্রী রয়েছেন। গতকাল সন্ধ্যায় সদর উপজেলার চর কালীবাড়ি থেকে ইলিয়াস কাদের বাবুলসহ সাতজনকে গ্রেপ্তার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাঁরা পেটে করে দেশের বিভিন্ন জায়গায় ইয়াবা পাচার করতেন। এ সময় ৭ হাজার ইয়াবা, ৩৪ বোতল বিদেশি মদ এবং ১ লাখ টাকা উদ্ধার করা হয়। 

এ বিষয়ে ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক এ কে এম শওকত ইসলাম বলেন, ‘রোজিনাকে বিয়ের পর মাদক কারবারে জড়িয়ে পড়েন বাবুল। গড়ে তোলেন সিন্ডিকেট। কক্সবাজার থেকে দেশের বিভিন্ন জায়গায় তাঁরা মাদক পাচার করতেন। পেট থেকে ইয়াবা বের করার পর তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাঁদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। জিজ্ঞাসাবাদে আরও তথ্য পাওয়া যেতে পারে।’

এ বিষয়ে বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক মো. খন্দকার নাজিম উদ্দিন বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। 

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা