হোম > সারা দেশ > ময়মনসিংহ

নির্বাচনে আমাদের নৌকার পক্ষে থাকতে হবে: উপাচার্য, নজরুল বিশ্ববিদ্যালয়

জাককানইবি প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) উপাচার্য সৌমিত্র শেখর বলেছেন, ‘বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন ও তাঁর যদি স্বাভাবিক মৃত্যু হতো তাহলে অনেক আগেই বাংলাদেশ একটি উন্নত স্বপ্নের সোনার বাংলা হতো। আজ বঙ্গবন্ধু সশরীরে নেই কিন্তু তাঁর আদর্শ আছে। বঙ্গবন্ধুর রক্ত ও আদর্শের উত্তরাধিকারী জননেত্রী শেখ হাসিনা আজ আমাদের নেতৃত্ব দিচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পিতার মতোই দেশ গড়ার কাজে পরিশ্রম করে যাচ্ছেন। আমরা জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় রাষ্ট্রক্ষমতায় দেখতে চাই। এ জন্য আগামী নির্বাচনে আমাদের নৌকার পক্ষে থাকতে হবে। আগামী নির্বাচনের আগপর্যন্ত আমাদের দায়িত্ব একটু বেশি।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। এ ছাড়া সকালে তিনি বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু স্কয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 

নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌমিত্র শেখর বঙ্গবন্ধু স্কয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, বঙ্গবন্ধু ভাস্কর্য ও বঙ্গবন্ধু স্কয়ারকে দৃষ্টিনন্দন করে গড়ে তোলার জন্য প্রশাসনিকভাবে কাজ করা হচ্ছে। যদিও আমাদের এই ক্যাম্পাসে বঙ্গবন্ধুকে নিয়ে কিছু অবকাঠামো ও স্থাপনা রয়েছে। এই স্কয়ার তরুণ সমাজকে বিশেষভাবে আলোকিত করবে। 

পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটা, পায়রা অবমুক্তকরণ ও শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর দুপুরে প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। 

আলোচনা অনুষ্ঠানে আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক উজ্জ্বল কুমার প্রধানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মো. নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন অধ্যাপক মুশাররাত শবনম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. রিয়াদ হাসান। আলোচনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস ও কর্মকর্তা পরিষদের সহসভাপতি রেবেকা সুলতানা, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব প্রমুখ। স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার কৃষিবিদ মো. হুমায়ুন কবীর, ধন্যবাদ জ্ঞাপন করেন আয়োজক কমিটির সদস্যসচিব মাসুম হাওলাদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক স্বপ্না পাপুল।

এর আগে সকাল ৯টায় শিশুদের জন্য ‘গাহি সাম্যের গান’ মঞ্চে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়। সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সেখান থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে গিয়ে জমায়েত হয়।

দিবসটি উপলক্ষে বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল হয়। সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা ও সাড়ে ৬টায় জয়ধ্বনি মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তা ছাড়া দিনব্যাপী আর্টক্যাম্প অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দিবসটি স্মরণে জয়ধ্বনি মঞ্চে ‘হাসিনা—আ ডটার’স টেল’ চলচ্চিত্রটি প্রদর্শিত হয়।

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত