হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহ শহরসহ কয়েক উপজেলায় স্বস্তির বৃষ্টি

ময়মনসিংহ প্রতিনিধি

তীব্র দাবদাহের পর ময়মনসিংহ বিভাগীয় শহরসহ কয়েক উপজেলায় বৃষ্টি হয়েছে। সঙ্গে ঝোড়ো বাতাসও বয়েছে। আজ বৃহস্পতিবার রাত ৮টায় ময়মনসিংহ নগরী ও জেলার তারাকান্দা, গৌরীপুর, ঈশ্বরগঞ্জ উপজেলায় বৃষ্টি শুরু হয়ে ৯টার দিকে শেষ হয়। 

এদিকে জেলার নান্দাইল, ত্রিশাল, ভালুকা, ফুলবাড়িয়া, মুক্তাগাছা, ধোবাউড়া, হালুয়াঘাট, ফুলপুরে বৃষ্টি হয়নি। তবে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। 

জেলার গৌরীপুর ও তারাকান্দা উপজেলায় শিলাবৃষ্টি হয়েছে বলে জানা গেছে। 

ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকার শাহ কামাল আকন্দ বলেন, গত কয়েক দিনের গরমে রোজাদারদের খুব কষ্ট হয়েছে। অল্প সময় বৃষ্টি হওয়ায় মানুষ কিছুটা স্বস্তি পেয়েছে। তবে আরও বৃষ্টি হওয়ার প্রয়োজন ছিল। এখন তাপমাত্রা সহনীয়। 

গৌরীপুর উপজেলার আব্দুল কাদির বলেন, সামান্য বৃষ্টি হয়েছে। বৃষ্টির সঙ্গে শিলা পড়েছে। শিলাবৃষ্টি না হয়ে বৃষ্টি হলে কোনো সমস্যা নাই। কারণ, এখন শিলাবৃষ্টি ধানের ব্যাপক ক্ষতি হবে। 

তারাকান্দা উপজেলার সোহেল মিয়া বলেন, তারাকান্দা বাজারে ৫ মিনিটের মতো বৃষ্টি হয়েছে। তবে, গ্রামে কিছু শিলাবৃষ্টি হয়েছে বলে খবর পেয়েছি। 

ঈশ্বরগঞ্জ উপজেলার হাসান আলী বলেন, আমাদের এখানেও বৃষ্টি হয়েছে। তবে, অনেক কম। ভালো করে বৃষ্টি হলে মানুষের মাঝে স্বস্তি ফিরে আসবে। এখন যেহেতু বৃষ্টি শুরু হয়েছে আশা রাখছি নিয়মিত হবে।

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জে পাশাপাশি খোঁড়া হয়েছে তিন কবর, এলাকায় শোক