তীব্র দাবদাহের পর ময়মনসিংহ বিভাগীয় শহরসহ কয়েক উপজেলায় বৃষ্টি হয়েছে। সঙ্গে ঝোড়ো বাতাসও বয়েছে। আজ বৃহস্পতিবার রাত ৮টায় ময়মনসিংহ নগরী ও জেলার তারাকান্দা, গৌরীপুর, ঈশ্বরগঞ্জ উপজেলায় বৃষ্টি শুরু হয়ে ৯টার দিকে শেষ হয়।
এদিকে জেলার নান্দাইল, ত্রিশাল, ভালুকা, ফুলবাড়িয়া, মুক্তাগাছা, ধোবাউড়া, হালুয়াঘাট, ফুলপুরে বৃষ্টি হয়নি। তবে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।
জেলার গৌরীপুর ও তারাকান্দা উপজেলায় শিলাবৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকার শাহ কামাল আকন্দ বলেন, গত কয়েক দিনের গরমে রোজাদারদের খুব কষ্ট হয়েছে। অল্প সময় বৃষ্টি হওয়ায় মানুষ কিছুটা স্বস্তি পেয়েছে। তবে আরও বৃষ্টি হওয়ার প্রয়োজন ছিল। এখন তাপমাত্রা সহনীয়।
তারাকান্দা উপজেলার সোহেল মিয়া বলেন, তারাকান্দা বাজারে ৫ মিনিটের মতো বৃষ্টি হয়েছে। তবে, গ্রামে কিছু শিলাবৃষ্টি হয়েছে বলে খবর পেয়েছি।
ঈশ্বরগঞ্জ উপজেলার হাসান আলী বলেন, আমাদের এখানেও বৃষ্টি হয়েছে। তবে, অনেক কম। ভালো করে বৃষ্টি হলে মানুষের মাঝে স্বস্তি ফিরে আসবে। এখন যেহেতু বৃষ্টি শুরু হয়েছে আশা রাখছি নিয়মিত হবে।